ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই দেখা গেল পাকিস্তানের পতাকা! ইউনূস জমানায় আর কী কী দেখতে হবে?

Bangladesh-Pakistan Relation: ১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে একটি পাকিস্তানের পতাকা লাগানো গাড়ি দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে বলেই খবর। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই দেখা গেল পাকিস্তানের পতাকা! ইউনূস জমানায় আর কী কী দেখতে হবে?
ঢাকা বিশ্ববিদ্যালয়।Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 01, 2025 | 1:41 PM

ঢাকা: নতুন বছরের প্রথম দিনেই হইচই। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে দেখা গেল পাকিস্তানের পতাকা লাগানো গাড়ি। এই গাড়িকে কেন্দ্র করেই হইচই পড়ে গিয়েছে। কার এই গাড়ি, কে এসেছেন, তা নিয়ে চলছে জল্পনা-আলোচনা।

জানা গিয়েছে, আজ, ১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে একটি পাকিস্তানের পতাকা লাগানো গাড়ি দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে বলেই খবর। সূত্রের খবর, কোনও কূটনীতিবিদের গাড়ি এটি। তবে এটি কার গাড়ি, তা জানা যায়নি।

প্রসঙ্গত, দীর্ঘদিন নিষিদ্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক। পাকিস্তানে হওয়া লাগাতার গণহত্যার প্রতিবাদেই ২০১৫ সালে সিন্ডিকেটের সর্বসম্মত সিদ্ধান্তেই ও দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়।

তবে বছর বদল হতেই সেই সম্পর্কে পরিবর্তন। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাড়ছে দোস্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করছে পাকিস্তান।  সম্প্রতিই সিন্ডিকেটের সভা ডেকে পাকিস্তানের উপরে জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়তেই বাংলাদেশের পাঠ্যপুস্তকেও বড় বদল আসছে। একদিকে যেখানে পাঠ্যক্রম থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সরিয়ে ফেলা হচ্ছে, সেখানেই আরবি ভাষা অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।