Asansol: তাবড় তাবড় কর্তারা যা পারলেন না, দিনমজুর শাহাজাহাদই তা করে দেখালেন…

Asansol: আসানসোলের জামুরিয়া থানার নর্থ সিহারশোল খোলামুখ খনি সংলগ্ন কাটাগরিয়া এলাকায় পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে যান রানিগঞ্জের বাসিন্দা বছর পঁয়ত্রিশের যুবক ভীষম রায়।

Asansol: তাবড় তাবড় কর্তারা যা পারলেন না, দিনমজুর শাহাজাহাদই তা করে দেখালেন...
দিনমজুর শেখ শাহজাহাদImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2025 | 8:35 PM

আসানসোল: ১৫ ঘণ্টার চেষ্টা। খাদান থেকে উদ্ধার হল পড়ে যাওয়া যুবকের দেহ। স্থানীয় যুবক শেখ শাহাজাহাদ নামে এক দিনমজুরের সাহায্যে উদ্ধার করা হয়। ক্রেনের খাঁচায় শাহাজাহাদ নামে খনিতে। ১১০ ফুট পর্যন্ত নীচে নামেন শাহাজাহাদ। আরও ১০ ফুট ছিল জল। কাঁটার সাহায্য নিয়ে নিখোঁজ ভীষম রায় নামে ওই যুবকের দেহটির খোঁজ পান শাহজাহাদ। তারপর দেহটিকে কাঁটায় ফাঁসিয়ে ওপরে উঠিয়ে আনেন। উদ্ধারকারী শাহাজাহাদের বাড়ি জামুরিয়ার বৈজয়ন্তিপুরে। অতীতে তিনি এই কাজ বহুবার করেছেন।

আসানসোলের জামুরিয়া থানার নর্থ সিহারশোল খোলামুখ খনি সংলগ্ন কাটাগরিয়া এলাকায় পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে যান রানিগঞ্জের বাসিন্দা বছর পঁয়ত্রিশের যুবক ভীষম রায়। শুক্রবার খবর পেয়ে সকাল থেকে পুলিশ,দমকল বাহিনী , খনি উদ্ধারকারী দল উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু ব্যর্থ হয়। ঘটনায় স্থানীয়দের ক্ষোভ বাড়ায় এলাকার এক যুবককে ওই পরিত্যক্ত খাদানে নামানো হয়। বিপদ মণ্ডল নামক ওই যুবক নিখোঁজের সাইকেলটি উদ্ধার করে ওপরে নিয়ে আসেন। কিন্তু খনিটি জলমগ্ন থাকায় তখন ভীষম রায়ের খোঁজ মেলেননি।

৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রূপেশ যাদবের দাবি, ওই যুবক তাঁর এলাকারই বাসিন্দা।সম্ভবত প্রাতঃক্রিয়া করতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ সিআইএসএফ তাড়া করায়  পালাতে গিয়ে এই ঘটনা ঘটেছে। খনিটি ১২০ ফুট গভীর। তাই পুলিশ ও দমকল বাহিনী পৌঁছলেও উদ্ধার কাজ শুরু হতে দেরি হয়। গ্যাস থাকতে পারে এই আশঙ্কায় খনির উদ্ধারকারী দলের সাহায্য নেওয়া হয়। ওই খনি ভরাটের দাবি ওঠে। তারপরেই খাদান ভরাটের কাজ শুরু হয়। শেষ পর্যন্ত স্থানীয় শেখ শাহাজাহাদ দেহ উদ্ধার করতে সমর্থ হয়।