Asansol: যাত্রীবাহী দূরপাল্লার বাসে এমভিআইয়ের অত্যাচারের অভিযোগ, বিক্ষোভ
Asansol: রাঁচি আসানসোলে বাসে দূরপাল্লার যাত্রীদের হয়রান করার অভিযোগ এমভিআই অর্থাৎ মোটর ভেহিক্যাল বিভাগের বিরুদ্ধে। বাসে নথিপত্র খতিয়ে দেখার নামে চালক ও খালাসিকে মারধর করে ঘণ্টাখানেক ১৯ নম্বর জাতীয় সড়কে দাঁড় করিয়ে দেওয়া হয়।
আসানসোল: যাত্রীবাহী দূরপাল্লার বাসে এমভিআইয়ের অত্যাচার। কুলটি রামপুর এমভিআই অফিসারদের বিরুদ্ধে যাত্রীরাই দেখালেন বিক্ষোভ। রবিবার আসানসোল বাসস্ট্যান্ডে এই যাত্রী বিক্ষোভ দেখান। গাড়ি চেকিংয়ের নামে চালক ও খালাসিকে মারধর। যাত্রী-সহ বাসটিকে ১০ কিলোমিটার পিছনে নিয়ে গিয়ে আটকে রাখার অভিযোগ। হয়রানির শিকার যাত্রীরা কুলটি থেকে বেরিয়ে আসানসোল বাসস্ট্যান্ডে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার কথা জানতে পেরে যাত্রীদের পাশে দাঁড়িয়ে তৃণমূল শ্রমিক সংগঠনও বিক্ষোভ সামিল হন।
রাঁচি আসানসোলে বাসে দূরপাল্লার যাত্রীদের হয়রান করার অভিযোগ এমভিআই অর্থাৎ মোটর ভেহিক্যাল বিভাগের বিরুদ্ধে। বাসে নথিপত্র খতিয়ে দেখার নামে চালক ও খালাসিকে মারধর করে ঘণ্টাখানেক ১৯ নম্বর জাতীয় সড়কে দাঁড় করিয়ে দেওয়া হয়।
অভিযোগ, চালক ও খালাসিকে মারধর করে মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে। আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের কুলটির রামপুর চেকপোষ্ট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে। নির্দিষ্ট সময়ের অনেক পরে আসানসোল সিটি বাসস্ট্যান্ডে বাসটি পৌছালে যাত্রীরা ও বাসের চালক নিজেরাই ক্ষোভের কথা জানান। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মোটর ভেইকেলস আধিকারিকরা। তৃণমূল শ্রমিক নেতাদের অভিযোগ, বাসে কাগজপত্র গন্ডগোল থাকলে সিজ করে মামলা দেওয়া হয়। কিন্তু এসব করার অধিকার নেই এমভিআই অফিসারদের। যাত্রীদের আটকে রাখার অধিকার নেই।