Local Train: মমতার চালু করা লোকাল ট্রেন বন্ধ আজ থেকে, সাত সকালেই রেল লাইনে বিক্ষোভ মন্ত্রী বেচারামের
Local Train: বেচারাম মান্না বলেন, "এই ট্রেন সিঙ্গুরবাসীর আবেগের সঙ্গে জড়িয়ে আছে। বহু মানুষ এই ট্রেনের জন্য উপকৃত হন, এই ট্রেন পুনরায় চালু করার দাবি জানাচ্ছি।"
সিঙ্গুর: ২০০৯ সাল থেকে চালানো হচ্ছিল লোকাল ট্রেনটি। ট্রেনটি চালু করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, ১ জানুয়ারি থেকে বন্ধ হয়ে গেল সেই ট্রেন। রেলের সিদ্ধান্তে ওই লোকাল ট্রেনটি আর চালানো হবে না। এই সিদ্ধান্তের প্রতিবাদে রেল লাইনে আন্দোলনে নামলেন সিঙ্গুরের রেলযাত্রী ও স্থানীয় বাসিন্দারা। বুঝবার সকাল থেকে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে শুরু হয়েছে সেই প্রতিবাদ কর্মসূচি।
‘সিঙ্গুর আন্দোলন লোকাল’ নামে এই ট্রেনটি দীর্ঘ ১৫ বছর ধরে চালানো হচ্ছিল। সিঙ্গুরের কৃষিজমি আন্দোলনকে স্মরণীয় করে রাখার জন্যই এই ট্রেন চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচমকা সেই ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নেয় রেল। আর তাতেই আপত্তি সিঙ্গুরবাসীর। বেচারাম মান্না বলেন, “এই ট্রেন সিঙ্গুরবাসীর আবেগের সঙ্গে জড়িয়ে আছে। বহু মানুষ এই ট্রেনের জন্য উপকৃত হন, এই ট্রেন পুনরায় চালু করার দাবি জানাচ্ছি।” রেল না মানলে, বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেও জানিয়েছেন তিনি।
সিঙ্গুর একটি জনবহুল এলাকা। এই স্টেশন দিয়ে ৫২ টি গ্রামের মানুষ যাতায়াত করেv।সিঙ্গুর লোকাল থাকায় যাতায়াত সহজ হত। মন্ত্রীর দাবি, পূর্ব রেল চক্রান্ত করে বন্ধ করেছে। তবে বিক্ষোভ দেখালেও কোনও ট্রেন যাতে না আটকায়, তা নিশ্চিত করেছেন বেচারাম মান্না। তিনি জানিয়েছেন, আপ ও ডাউন লাইনের কোনও ট্রেন যাতে না আটকানো হয়, সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে আন্দোলনকারীদের।