Vegetable Price: শীত এলেও কেন কমছে না সবজির দাম? উত্তর খুঁজতে মাঠে টাস্ক ফোর্স
Vegetable Price: বর্তমানে হাওড়ার বিভিন্ন বাজারে জ্যোতি আলু ৩৫ টাকা কেজি প্রতি, চন্দ্রমুখী আল ৪০ টাকা কেজি প্রতি, পেঁয়াজ ৪০ টাকা, আদা ৮০, রসুন ৪০০ টাকা কেজি প্রতি হচ্ছে। অন্যদিকে কাঁচালঙ্কা আবার সেঞ্চুরি করে ফেলেছে।
হাওড়া: শীত পড়লেও খুব একটা কমছে না সবজির দাম। বাজারে গিয়ে নাজেহাল ক্রেতারা। কিন্তু, কেন এই অবস্থা? উঠে আসছে নানা মত। আলু-পিঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম সরজমিনে দেখতে স্পেশাল টাস্ক ফোর্সের টিম এদিন হানা দিল হাওড়া শহরের বিভিন্ন বাজারে। শুক্রবার সকালে হাওড়ার কদমতলা এবং শিবপুর বাজারে পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল। পাইকারি আলু ও পেঁয়াজ বিক্রেতারা যে পরিমাণ কাঁচা মাল মজুত রেখেছেন তা খতিয়ে দেখেন। কত দামে বিক্রি হচ্ছে সে বিষয়ে খোঁজখবর নেন।
শুধু আলু পেঁয়াজ নয়, শিম, বেগুন, কড়াইশুঁটি, পেঁয়াজকলি, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, ফুলকপি এবং বাঁধাকপি-সহ শীতের মরসুমি সবজির গুণমানও খতিয়ে দেখা হয়। কত দামে বিক্রি হচ্ছে সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়। বর্তমানে হাওড়ার বিভিন্ন বাজারে জ্যোতি আলু ৩৫ টাকা কেজি প্রতি, চন্দ্রমুখী আল ৪০ টাকা কেজি প্রতি, পেঁয়াজ ৪০ টাকা, আদা ৮০, রসুন ৪০০ টাকা কেজি প্রতি হচ্ছে। অন্যদিকে কাঁচালঙ্কা আবার সেঞ্চুরি করে ফেলেছে। কড়াইশুঁটি বিক্রি হচ্ছে ৭০ কেজি প্রতি, শিম সেখানে বিক্রি হচ্ছে ৪০ টাকা প্রতি কেজি।
এই খবরটিও পড়ুন
সেখানে ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস ১০টাকায়, বাঁধা কপি প্রতি পিস ৩০ টাকা, গাজর সেখানে ৩৫ টাকা, বিট ৩৫ টাকা, টমেটো ৪০ টাকা প্রতি কেজি, পেঁয়াজ কলি বিক্রি হচ্ছে ৬৫ টাকা প্রতি কেজি, বেগুন সেখানে ৪০ টাকা, মূলো ২৫ টাকায়। এদিন টাস্ক ফোর্সের ভিজিট নিয়ে হাওড়ার এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার সৌমজিৎ চৌধুরী বলেন, কোনও পাইকারি বিক্রিতা গুদামে অতিরিক্ত পেঁয়াজ-আলু জমিয় রাখছেন কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়েছে। কালো পথে দাম বাড়ছে কিনা তাও খতিয়ে দেখা যায়। যদিও বিক্রেতারা বলছেন, শীত পড়ে যাওয়ায় বাজারে সবজির আমদানি অনেকটাই বেড়েছে। এর ফলে কিছুদিনের মধ্যে সবজির দাম আরও কমতে পারে।