Durgapur: খেলতে গিয়ে একটা কুকুরের মুখ দেখে শিউরে ওঠে বাচ্চা মেয়েটা…ছুট্টে গিয়ে বাবা-মাকে জানায়, এখন সেই কুকুরই পুলিশের হাতিয়ার, কেন জানেন?

Durgapur: শুক্রবার সন্ধ্যায় কোলিয়ারি এলাকায় একটি কুকুর মুখে করে মানুষের কাটা পা নিয়ে আসে। প্রথমে খেলতে গিয়ে সে দৃশ্য দেখে পাড়ার একটি বাচ্চা মেয়ে। তারাই বাড়িতে গিয়ে খবর দেয়। সবাই বিষয়টি দেখার পর খবর দেন থানায়। ততক্ষণে তাড়া খেয়ে সেই কুকুর পা মাটিতে ফেলে পালায়।

Durgapur: খেলতে গিয়ে একটা কুকুরের মুখ দেখে শিউরে ওঠে বাচ্চা মেয়েটা...ছুট্টে গিয়ে বাবা-মাকে জানায়, এখন সেই কুকুরই পুলিশের হাতিয়ার, কেন জানেন?
কুকুরের মুখে মানুষের কাটা পাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2025 | 9:11 PM

দুর্গাপুর: পাড়ার মোড়ে খেলা করছিল বাচ্চারা। তারাই প্রথমে দেখেছিল। একটা কুকুরকে দেখে ভয়ে শরীর কাঁটা দিয়ে ওঠে তাদের। দৌড়ে পালিয়ে যায় বাবা-মায়ের কাছে। ততক্ষণে গ্রামে চাউর হয়ে যায় খবর। গ্রামবাসীরা দেখেও শিউরে ওঠেন। কুকুরের মুখে মানুষের একটা কাটা পা। পায়ের সে অংশ হাঁটুর নীচ থেকে কাটা। দেখেই শিউরে ওঠেন তাঁরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের নবগ্রাম পঞ্চায়েতের পরিত্যক্ত কোলিয়ারি গোপীনাথ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কোলিয়ারি এলাকায় একটি কুকুর মুখে করে মানুষের কাটা পা নিয়ে আসে। প্রথমে খেলতে গিয়ে সে দৃশ্য দেখে পাড়ার একটি বাচ্চা মেয়ে। তারাই বাড়িতে গিয়ে খবর দেয়। সবাই বিষয়টি দেখার পর খবর দেন থানায়। ততক্ষণে তাড়া খেয়ে সেই কুকুর পা মাটিতে ফেলে পালায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। কাটা পা উদ্ধার করে ফরেনসিক তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কোথা থেকে এই কাটা পা এল, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় কোনও বাসিন্দার নামে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে কিনা, তা খোঁজ নিয়ে দেখছে পুলিশ। আশপাশের থানাগুলিতে খবর দেওয়া হয়েছে।