বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক ভারত, বছরের শুরুতেই প্রধানমন্ত্রীর হাত ধরে রেকর্ড
Metro Network: মেট্রোর পাশাপাশি নমো ভারত করিডরেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সাহিবাবাদ থেকে নিউ অশোক নগর পর্যন্ত ১৩ কিলোমিটার রুটের উদ্বোধন করবেন তিনি। নমো ভারতে সাহিবাবাদ থেকে নিউ অশোক নগর অবধি ভ্রমণও করবেন।
নয়া দিল্লি: ২০২৫ সালের শুরুতেই সাফল্যের নয়া ফলক ছুঁল ভারত। বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কে পরিণত হল ভারত। ১০০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত হল মেট্রোর পথ। আজ, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনের উদ্বেোধন করবেন। পাশাপাশি দিল্লি-গাজিয়াবাদ-মিরট রুটের নমো ভারত করিডরের একটি অংশও উদ্বোধন করবেন।
বিশ্বের সবথেকে বড় মেট্রো রেল নেটওয়ার্ক রয়েছে চিনে। এরপরই রয়েছে আমেরিকার স্থান। এবার তৃতীয় স্থানে নিজের জায়গা পাকা করে নিল ভারত। লক্ষ্য শীঘ্রই আমেরিকাকে ছাপিয়ে যাওয়ার। আর সেই স্বপ্ন সত্যির পথেই আজ আরও এক ধাপ পূরণ হবে প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে। দিল্লি মেট্রোর সম্পসারিত রুট, ম্যাজেন্টা লাইনের উদ্বোধন করবেন তিনি।
दिल्ली-एनसीआर के लिए आज का दिन बेहद महत्वपूर्ण है। आज पहली बार जहां नमो भारत ट्रेन राजधानी में प्रवेश करेगी, वहीं दिल्ली मेट्रो के विस्तार सहित कई विकास परियोजनाओं के उद्घाटन और शिलान्यास का सुअवसर मिलेगा।#MetroRevolutionInIndia pic.twitter.com/Xe5nUsQMcR
— Narendra Modi (@narendramodi) January 5, 2025
মেট্রোর পাশাপাশি নমো ভারত করিডরেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সাহিবাবাদ থেকে নিউ অশোক নগর পর্যন্ত ১৩ কিলোমিটার রুটের উদ্বোধন করবেন তিনি। নমো ভারতে সাহিবাবাদ থেকে নিউ অশোক নগর অবধি ভ্রমণও করবেন।
আজ বিকেল থেকেই যাত্রীরা এই ট্রেনে সফর করতে পারবেন। ১৫ মিনিট অন্তরই এই ট্রেন মিলবে। স্ট্যান্ডার্ড কোচে ভাড়া ১৫০ টাকা এবং প্রিমিয়াম কোচে ২২৫ টাকা ভাড়া লাগবে। এই প্রথম নমো ভারত ট্রেন মাটির নীচ দিয়ে যাবে।