Weather Update: শীতে কোপ, ৩ ডিগ্রি পারদ চড়লেও কুয়াশা করেছে ‘অন্ধ’, চুপচাপ এয়ারপোর্টেই দাঁড়িয়ে রইল বিমান
Weather Update: বেশ কিছু বিমান দেরিতেও চলছে বলে জানা যাচ্ছে। তবে শুধু যে কলকাতা বিমানবন্দরে এই ছবি এমনটা নয়। দেশের সর্বত্রই চলছে শীত সঙ্গে কুয়াশার দাপট। যার ফলে সড়ক, রেলপথের পাশাপাশি সবথেকে বেশি প্রভাব পড়ছে আকাশপথে।
কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীতে কোপ! দু’দিনে তিন ডিগ্রি সেলসিয়াস চড়ল পারদ। কলকাতার তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে। জলীয় বাষ্প বাড়ায় জেলায় জেলায় ভোর থেকেই ঘন কুয়াশার দাপট। রোদ না ওঠায় স্যাঁতসেঁতে ঠান্ডার অনুভূতি সর্বত্রই। আবহাওয়া দফতর বলছে, এদিন সর্বোচ্চ তাপমাত্রা কম থাকারই সম্ভাবনা থাকছে।
দিন তিনেক পর রাতের তাপমাত্রা কমার ইঙ্গিত দিচ্ছেন হাওয়া অফিসের কর্তারা। ঘন কুয়াশা চাদরে ঢাকা পড়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরও। সাতসকালে তো কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা ১০০ মিটারে নেমে আসতে দেখা যায়। খুব ধীর গতিতে অত্যাধুনিক প্রযুক্তির আলো ক্যাট টু ব্যবহার করে চলছে বিমান ওঠানামা। বেলা যত গড়িয়েছে কুয়াশার দাপট ততই বেড়েছে।
এই খবরটিও পড়ুন
বেশ কিছু বিমান দেরিতেও চলছে বলে জানা যাচ্ছে। তবে শুধু যে কলকাতা বিমানবন্দরে এই ছবি এমনটা নয়। দেশের সর্বত্রই চলছে শীত সঙ্গে কুয়াশার দাপট। যার ফলে সড়ক, রেলপথের পাশাপাশি সবথেকে বেশি প্রভাব পড়ছে আকাশপথে। এদিন গোয়ালিয়র বিমানবন্দরে আসলেই কিছু দেখা যায়নি। দৃশ্যমানতা শূন্যে নেমে যায়। পাটনা বিমানবন্দরে ৫০ মিটার, বারাণসী বিমানবন্দরে ৫০ মিটার। পালাম বিমানবন্দরে ১০০ মিটার, শ্রীনগরেও তাই। আগরতলায় বিমানবন্দর ২০০।