Fire at Patipukur: ঘরে একাই ছিলেন যুবক, রান্না করতে গিয়ে লাগল আগুন!
Patipukur: স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটা নাগাদ রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে।
কলকাতা: গ্যাস সিলিন্ডার থেকে আচমকাই আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটল পাতিপুকুর (Patipukur fire) ভগিনী নিবেদিতা কলোনি এলাকায়। একটি বাড়িতে হঠাৎই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। পাতিপুকুর ভগিনী নিবেদিতা কলোনি একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা আহত হন এক যুবক। আরজি কর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
স্থানীয় বাসিন্দা আনন্দ পোদ্দার জানান, “বিপুল রায় বলে একটি ছেলে এই বাড়িতে ভাড়া থাকেন। রান্না করছিলেন। সিলিন্ডারের রেগুলেটররা কোনও ভাবে লুজ হয়ে যায়। সে কারণে দপ করে আগুন জ্বলে ওঠে। ছেলেটি আহত হন। হইচই শুনে আমরা পাড়ার লোকজন সকলে এসে সাত আটটা অগ্নিনির্বাপণ সিলিন্ডার এনে পরিস্থিতি সামাল দিই। একই সঙ্গে লেকটাউন থানাতেও খবর দেওয়া হয়েছিল। থানার আইসিও সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেন।”
স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটা নাগাদ রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। স্থানীয়দের কথায়, “এখন বিপুল রায় আরজি কর হাসপাতালে ভর্তি। শরীরের বেশ কয়েকটি জায়গা দগ্ধ হয়েছে।” গোটা ঘটনা খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ।
এই ঘটনায় দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকলের আধিকারিকরা জানান, ‘রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লেগেছে। আগুন খুব তাড়াতাড়িই নিভে গিয়েছে। ওরা গ্যাস সিলিন্ডারটি বাইরে বের করে দেয়। আমরা হোস পাইপ দিয়ে রান্নাঘরটা শুধু কুলিং করে দিয়েছি।’
গত সপ্তাহেই চেতলায় একটি ঝুপড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এলাকাবাসীর তৎপরতা এবং দমকল সময় মতো ঘটনাস্থলে পৌঁছনোয় বড় বিপদ এড়ানো যায়। তবে এই ঘটনায় তিন শিশু দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়। আহত হয় তাদের মা-বাবাও।
চেতলা হাটের একেবারে ঘিঞ্জি বস্তি এলাকায় আগুন লেগেছিল। তবে সে আগুন অনেকটা বিধ্বংসী হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় ঘরে তিনটি বাচ্চা ছিল। তাদের নাম রাঘব মিশ্র, মাধব মিশ্র ও সাক্ষী মিশ্র। ছয় থেকে দশ বছরের মধ্যে তিনজনের বয়স। তাদের মা বাবা বীণা মিশ্র ও মুরলী মিশ্রও ঘরেই ছিলেন। কোনও মতে তাঁরা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কী ভাবে এই আগুন লাগল তা নিয়ে ধন্দে পুলিশ। তবে এলাকার লোকজনের অভিযোগ, ঘরের মধ্যে পেট্রোল মজুত থাকার কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে।
গত কয়েকদিনে খাস কলকাতায় একাধিক অগ্নিকাণ্ড ঘটেছে। কলুটোলা স্ট্রিটের অগ্নিকাণ্ডের ভয়াবহতার ক্ষত এখনও ভীষণ দগদগে। দমকলের ২০ টি ইঞ্জিন পৌঁছে গিয়েছিল সেখানে। কিন্তু তারপরেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না দমকল কর্মীরা। গোটা বহুতলটিকে গ্রাস করেছিল আগুনের লেলিহান শিখা। সেই আতঙ্কের স্মৃতি উস্কে দিয়ে প্যারাডাইস সিনেমা হলের কাছে ৩০ নম্বর বেন্টিঙ্ক স্ট্রিটে আগুন লাগে চলতি সপ্তাহেই।
আরও পড়ুন: Fraud Arrest: ‘আবগারি কর্তা’ ওয়াইন শপের লাইসেন্স করে দেবেন বলে ১৭ লক্ষ টাকা নেন! তারপর…