AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim On Police: ‘পুলিশের সমালোচকরা আসলে সমাজবিরোধী!’, দরাজ সার্টিফিকেট ফিরহাদের

Firhad Hakim On Police: ফিরহাদের বক্তব্য পুলিশ রক্ত দিয়ে, ঘাম দিয়ে সমাজকে রক্ষা করে। এক আধটা ঘটনা ঘটে গেলে, যাঁরা পুলিশকে কলঙ্কিত করার চেষ্টা করে, তাঁরা আসলে সমাজবিরোধী। পুলিশ দিবসে নজরুল মঞ্চে কলকাতা পুলিশের অনুষ্ঠানে যোগ দিয়ে  মন্তব্য করেন ফিরহাদ।

Firhad Hakim On Police: 'পুলিশের সমালোচকরা আসলে সমাজবিরোধী!', দরাজ সার্টিফিকেট ফিরহাদের
পুলিশ দিবস অনুষ্ঠানে ফিরহাদ হাকিমImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 02, 2025 | 1:36 PM
Share

কলকাতা: পুলিশের সমালোচনা করলে সমাজবিরোধী। পুলিশের ভুল ধরালে সমাজবিরোধী। পুলিশের কাজে সমালোচকদের সমাজবিরোধী বলে দাগিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, পুলিশ রক্ত দিয়ে, ঘাম দিয়ে সমাজকে রক্ষা করে। এক আধটা ঘটনা ঘটে গেলে, যাঁরা পুলিশকে কলঙ্কিত করার চেষ্টা করে, তাঁরা আসলে সমাজবিরোধী। পুলিশ দিবসে নজরুল মঞ্চে কলকাতা পুলিশের অনুষ্ঠানে যোগ দিয়ে  মন্তব্য করেন ফিরহাদ।

মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “আমি আসি, যাই, মাইনে পাই, এরকমই যদি পুলিশের মনোবৃত্তি থাকত, তাহলে আজকে আমরা সবাই বাড়ির দরজা বন্ধ করে দিয়ে  ঘরে বসে থাকতাম। পুলিশ সেই জায়গায় না থেকে নিজেদের প্রাণ দিয়ে, ঘাম-রক্ত দিয়ে গোটা সমাজকে রক্ষা করার দায়িত্ব সামলাচ্ছেন। সেখানে নিশ্চিতভাবে এক আধটা ঘটনা ঘটে গেলে, সেটাকে নিয়ে যাঁরা আরও বেশি রোমাঞ্চিত করে, কলঙ্কিত করার চেষ্টা করে, তারা আসলে সমাজবিরোধী।”

সাম্প্রতিককালে বাংলায় একাধিক ধর্ষণ-খুনের অভিযোগ উঠেছে। যেখানে পুলিশ প্রশাসন বারবার প্রশ্নের মুখে পড়েছে। পাশাপাশি পুলিশের বিরুদ্ধেই উঠেছে তোলাবাজির অভিযোগ। এই নিয়ে উষ্মা প্রকাশ করতে দেখা গিয়েছে খোদ পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি জেলায় দলীয় কর্মী খুনের ঘটনাতেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে মমতাকে। কেন পুলিশের গোয়েন্দা বিভাগ আগে থেকে খবর পাচ্ছে না, সে প্রশ্নও তোলেন। এমনকি সপ্তাহ তিনেক আগে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নিয়ে বৈঠকেও এই নিয়ে কথা বলেন মমতা। পুলিশ সুপার, আইসি, ওসিদের নিজেদের এলাকা দায়িত্ব সহকারে দেখার নির্দেশ দেন তিনি। রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠলে পুলিশমন্ত্রী হিসাবে মমতাকেও বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলেন ফিরহাদ।