কলকাতা: তাকালেই এখন শহরের বুকে ধরা পড়ছে এই ছবি। বাঘাযতীন, ট্যাংরা, সল্টলেকের পর এবার তপসিয়া। হেলে পড়া বহুতল ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক। কলকাতা পুরসভায় চলছে ‘টক টু মেয়র’। আর দুপুরেই এক্স মাধ্য়মে মেয়রকে খোঁচা দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফিরহাদ হাকিম বলেছেন, “সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়।” আর তাঁকে খোঁচা দিয়ে শুভেন্দু বললেন, “হেলে পড়া” হাকিম।
আসলে বাঘাযতীনের ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়ার পর থেকেই শহরের বুকে একের পর এক হেলে পড়া বহুতলের ছবি সামনে আসছে। তাতে সর্বশেষ সংযোজন তিলজলা। এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়। যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয়, যদি স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক নয়। কলকাতায় এরকম অনেক বাড়ি রয়েছে, একটু হেলে গিয়েছে।”
আর তারপরই এক্স হ্যান্ডেলে খোঁচা দিয়ে শুভেন্দুর পোস্ট। যদিও এই খোঁচা সম্পর্ক অবগত খোদ মেয়রও। তিনি বলেন, “আসলে আমি একটা জিনিসে বিশ্বাস করি। পাগলে কিনা বলে, ছাগলে কী না খায়। সব মেয়রের সময়েই কোনও না কোনও বাড়ি হেলে পড়েছে।” তারপরই নিজের অবস্থানে অনড় থেকে বলেন, “ওই যে বললাম, সব বাড়ি বিপজ্জনক নয়। কিছু বাড়ি হেলে পড়েছে, সব বাড়ি ইলিগ্যাল নয়। এটা একটা ট্র্যাডিশন।”
প্রশ্ন ইলিগ্যাল হওয়া ট্র্যাডিশন? এই নিয়েও কি পূর্বতন সরকারকের ঘাড়েই দায় ঠেললেন মেয়র? এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “ধারাল সরকার আর হেলানো বাড়ি। পশ্চিমবঙ্গ সরকারের ধার ক্রমশ বাড়চ্ছে, এটায় মানুষের বিপদ, আর বাংলার বাড়ি ক্রমশ হেলছে, এটাও বিপদ।”