AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: মাঝ আকাশে বিপত্তি! পাখির সঙ্গে ধাক্কা লাগার পর যে দক্ষতায় ৭৫ জন যাত্রীকে নিয়ে রানওয়েতে নামলেন পাইলট…

Kolkata Airport: জানা গিয়েছে, বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণের কিছু সময় পরেই বেসরকারি উড়ান সংস্থার ইঞ্জিনিয়াররা সংশ্লিষ্ট বিমানের ত্রুটি মেরামত করেন। এরপর দুপুর ১২ টা ৩ মিনিটে ওই বিমানটি ফের যাত্রীদের নিয়ে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয়।

Kolkata Airport: মাঝ আকাশে বিপত্তি! পাখির সঙ্গে ধাক্কা লাগার পর যে দক্ষতায় ৭৫ জন যাত্রীকে নিয়ে রানওয়েতে নামলেন পাইলট...
ছবি- প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Jul 26, 2022 | 9:29 PM
Share

কলকাতা : পাইলটের দক্ষতায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমান। কলকাতা বিমানবন্দরে (Netaji Subhas Chandra Bose International Airport) অবতরণের ঠিক আগেই মাঝ আকাশে বিমানের সঙ্গে ধাক্কা লাগে একটি পাখির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ন’টা নাগাদ। মুম্বই থেকে কলকাতার দিকে আসছিল বিমানটি। স্পাইসজেট উড়ান সংস্থার ওই বিমানটিতে ৭৫ জন যাত্রী এবং পাঁচ জন কেবিন ক্রু ছিলেন বলে বিমান বন্দর সূত্রে জানা গিয়েছে। স্পাইসজেট উড়ান সংস্থার এসজি ২৪১ বিমানটির সঙ্গে একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে (Plane crashes with bird)। উড়ান সংস্থা সূত্রে খবর, ওই ঘটনায় বিমানের একটি অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিমানের পাইলটের দক্ষতার জোরে বিমানটি নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে। ঘটনার পর দ্রুত বিমানটিকে কলকাতা বিমানবন্দরের ৫২ নম্বর বে তে নামিয়ে নিয়ে আসা হয়।

জানা গিয়েছে, বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণের কিছু সময় পরেই বেসরকারি উড়ান সংস্থার ইঞ্জিনিয়াররা সংশ্লিষ্ট বিমানের ত্রুটি মেরামত করেন। এরপর দুপুর ১২ টা ৩ মিনিটে ওই বিমানটি ফের যাত্রীদের নিয়ে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয়। উড়ান সংস্থা সূত্রে খবর, বিমানে গুরুতর কোনও সমস্যা দেখা যায়নি। বিমানটি পাখির সঙ্গে ধাক্কা লাগার পর নিরাপদে নামিয়ে আনা সম্ভব হলেও ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন বিমানে থাকা যাত্রীরা।

উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে কলকাতা বিমানবন্দরে একাধিক বিমানকে জরুরি অবতরণ করতে দেখা গিয়েছে। বিশেষ করে ঝড়-বৃষ্টি এবং দুর্যোগের সময়ে একাধিক বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছিল। দুর্যোগের সময়ে কলকাতা বিমানবন্দরে টার্বুলেন্সের মধ্যে পড়ে অবতরণ করতে দেখা গিয়েছে। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা অবতরণের পর জানিয়েওছিলেন বিমানযাত্রীরা। এদিন আবারও  অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি বিমান। কলকাতা বিমানবন্দরে অবতরণের কিছু আগেই বিমানটির সঙ্গে একটি পাখির ধাক্কা লাগে। তবে পাইলট বিমানটিকে নিরাপদে রানওয়েতে অবতরণ করান।