Sourav Ganguly: ‘কলার তুলে দাদাগিরি সৌরভের, নিজেদের বিকিয়েছে বাংলা-ত্রিপুরা’, ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিতর্কে চাঁচাছোলা বিশ্বরূপ

Tripura Brand Ambassador: টিভি নাইন বাংলার সঙ্গে একান্ত আলাপচারিতায় বিশ্বরূপ জানালেন, তিনি এই গোটা বিষয়টিকে রাজ্যের ক্ষতি বা অন্য রাজ্যের লাভ... এভাবে দেখতে চান না। বললেন, 'আমি দেখতে চাই, একজন ব্যক্তির (সৌরভ) এই বিষয়ে কী মতামত। সেই ব্যক্তি কী চাইছেন।'

Sourav Ganguly: 'কলার তুলে দাদাগিরি সৌরভের, নিজেদের বিকিয়েছে বাংলা-ত্রিপুরা', ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিতর্কে চাঁচাছোলা বিশ্বরূপ
একান্ত আলাপচারিতায় বিশ্বরূপ দে
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2023 | 8:49 PM

কলকাতা: তিনি কোনও রাজনৈতিক দলে নাম লেখাননি। তবে রাজনীতিতে তাঁর পদার্পণ নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা জারি। একুশের বিধানসভা নির্বাচনের আগে সেই জল্পনা বেড়েছিল। তবে তা থিতিয়ে যায়। এখন আবার নতুন করে রাজনীতির মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়ে জল্পনা বেড়েছে। তার নেপথ্যে সৌরভের বিজেপি শাসিত ত্রিপুরার পর্যটনে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়া। এবার এইসব নিয়ে মুখ খুললেন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। তৃণমূল নেতা হওয়ার পাশাপাশি ক্রিকেটের ময়দানেও প্রশাসক হিসেবে যথেষ্ট নামডাক রয়েছে বিশ্বরূপের। সিএবি-র প্রশাসক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন তিনি। গোটা বিষয়টি কীভাবে দেখছেন বিশ্বরূপ?

টিভি নাইন বাংলার সঙ্গে একান্ত আলাপচারিতায় বিশ্বরূপ জানালেন, তিনি এই গোটা বিষয়টিকে রাজ্যের ক্ষতি বা অন্য রাজ্যের লাভ… এভাবে দেখতে চান না। বললেন, ‘আমি দেখতে চাই, একজন ব্যক্তির (সৌরভ) এই বিষয়ে কী মতামত। সেই ব্যক্তি কী চাইছেন। তাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রী সুনামের সঙ্গে সম্মান করেন, তাঁকে মুখ্যমন্ত্রী জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেন, সেগুলিও তো সৌরভ গঙ্গোপাধ্যায় সাগ্রহে নিয়েছেন। আবার ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের ভূমিকাও তিনি সাগ্রহে গ্রহণ করেছেন। আমার তো সব হিসেব গুলিয়ে যাচ্ছে। যেন মুখ্যমন্ত্রী ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার জন্য তাঁকে এখানে জেড প্লাস নিরাপত্তা দিয়েছেন।”

বিশ্বরূপের ব্যাখ্যা, ‘হয় ছক্কা হাঁকানো হয়, নাহলে শূন্য রানে আউট হতে হয়। এক্ষেত্রে মাঝামাঝি কিছু হয় না। কিন্তু এখানে দেখছি সবই মাঝামাঝি ও ভাষা-ভাষা।’ সৌরভের এক রাজ্যের নিরাপত্তা, আর অন্য রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার বিষয়টিতে বেশ ধোঁয়াশা রয়েছে বলেই মনে করছেন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। তাঁর বক্তব্য, এখন মানুষের ভাবনা বেশ অস্পষ্ট হয়ে গিয়েছে।

যদিও এই গোটা বিষয়ে সৌরভের কোনও দোষ দেখছেন না তিনি। উল্টে সৌরভ-ইস্যুতে বাংলা ও ত্রিপুরা উভয় রাজ্যেরই দোষ রয়েছে বলে মনে করছেন বিশ্বরূপ। বললেন, ‘আমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দোষ দেব না। আমি দোষ দেব তাঁদের, যাঁরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে মাথা নত করে দিয়েছেন। আমি আলাদা করে নাম বলব না, সে বাংলার লোকই বলুন, বা ত্রিপুরার লোকই বলুন। তাঁরাও তো বোঝেন সৌরভ গঙ্গোপাধ্যায় কী করছেন, তারপরও তাঁরা সৌরভের কাছে মাথা বিকিয়ে দিচ্ছেন। সৌরভকে দোষ দিয়ে কী হবে? যাঁরা তাঁর কাছে মাথা বিকিয়ে দিচ্ছেন, তাঁদের দোষ দিন।’

সৌরভের সিদ্ধান্ত নিয়ে তিনি আরও বলেন, “কিছুদিন আগে বাংলার মুখ্যমন্ত্রীর ছত্রছায়ায়, আবার তারপর ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ছত্রছায়ায়। সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর দিক থেকে ঠিকই আছেন। তিনি তো যা চাইছেন, তাই পাচ্ছেন।” সৌরভকে ঘিরে সাম্প্রতিক এই বিতর্ক নিয়ে বিশ্বরূপের ব্যাখ্যা, “কলার তুলে দাদাগিরি করছেন সৌরভ। আর বাংলা ও ত্রিপুরা সৌরভের কাছে নিজেদের বিকিয়ে দিচ্ছে।”