AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fraud Case: ঋণ দেওয়ার নাম করে ফোন, এবার অশ্লীল ছবি বানিয়ে ব্ল্যাকমেইল, সল্টলেক প্রতারণা চক্রের পর্দাফাঁস

Fraud Case: মঙ্গলবার তাঁদের বিধান নগর আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এমনটাই পুলিশ সূত্র মারফত খবর।

Fraud Case:  ঋণ দেওয়ার নাম করে ফোন, এবার অশ্লীল ছবি বানিয়ে ব্ল্যাকমেইল, সল্টলেক প্রতারণা চক্রের পর্দাফাঁস
গ্রেফতার ২৬
| Edited By: | Updated on: Oct 11, 2022 | 1:20 PM
Share

কলকাতা: তথ্যপ্রযুক্তি নগরীতে অফিস খুলে লোন পাইয়ে দেওয়ার নাম করে তথ্য হাতিয়ে প্রতারণার অভিযোগ। ভুয়ো কল সেন্টারে তল্লাশি চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করল ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। মঙ্গলবার তাঁদের বিধান নগর আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এমনটাই পুলিশ সূত্র মারফত খবর।

গোপন সূত্রের ভিত্তিতে এক বহুতল আবাসনের পাঁচ তলায় একটি প্রাইভেট লিমিটেডে হানা দিয়ে ৬ মহিলা-সহ ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য ইউনিটি অ্যাপের মাধ্যমে ব্যক্তিদের ঋণ দেওয়ার জন্য প্রথমে গ্রাহকদের প্রলোভিত করতেন অভিযুক্তরা। ঋণগ্রহিতারা সম্মত হলেই তাঁদের মোবাইল ফোন থেকে ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্কের বিবরণ ও অন্যান্য বিবরণ সংগ্রহ করা হত। পরবর্তী সময়ে বিভিন্ন অজুহাতে ঋণগ্রহিতাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে ,ফটোশপ করে অশ্লীল আপত্তিজনক ছবি তৈরি করে ঋণ গ্রহিতাদের ব্ল্যাকমেইল করা হত। মোবাইল থেকে কনটাক্ট লিস্ট নিয়ে পরিচিতদের সেই সমস্ত ছবি পাঠিয়ে দেওয়ার ভয় দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করা হত। এই ভাবেই চলত প্রতারণা।

অভিযোগ, গত কয়েক মাসে এই চক্রটি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত করে। জেরায় আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে উঠে এসেছে। ইউনিটের প্রধান কার্যালয় বেঙ্গালুরুতে। কলকাতায় ৭৫সি পার্ক স্টিটে আরও একটি অফিস রয়েছে। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ওই অফিসেও চলবে অভিযান। এই অফিস থেকে বাজেয়াপ্ত করা হয়েছে অসংখ্য মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার এবং রাউটার।