AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Investment in West Bengal: বাংলায় বিপুল বিনিয়োগ, বাগনানে কারখানা খুলছে সুইৎজারল্যান্ডের সংস্থা, কত চাকরি হবে?

Investment in West Bengal: সোটেফিন ভারত (Sotefin Bharat) নামক সুইৎজারল্যান্ডের একটি অটোমেটেড পার্কিং ম্যানুফ্যাকচারিং সংস্থা পশ্চিমবঙ্গে তাদের নতুন কারখানা খুলতে চলেছে। বাগনানে এই কারখানা তৈরি হবে।

Investment in West Bengal: বাংলায় বিপুল বিনিয়োগ, বাগনানে কারখানা খুলছে সুইৎজারল্যান্ডের সংস্থা, কত চাকরি হবে?
বাংলায় কারখানা খুলছে সুইস সংস্থা।Image Credit: X
| Edited By: | Updated on: Jun 27, 2025 | 8:22 AM
Share

কলকাতা: কাটছে খরা, বাংলায় আসছে বাণিজ্য। সম্প্রতিই টিসিএসের নতুন ক্যাম্পাসের অনুমোদন মিলেছে। এবার বাংলায় বিনিয়োগের ঘোষণা করল সুইৎজারল্যান্ডের একটি সংস্থা।

জানা গিয়েছে, সোটেফিন ভারত (Sotefin Bharat) নামক সুইৎজারল্যান্ডের একটি অটোমেটেড পার্কিং ম্যানুফ্যাকচারিং সংস্থা পশ্চিমবঙ্গে তাদের নতুন কারখানা খুলতে চলেছে। হাওড়ার বাগনানে এই কারখানা তৈরি হবে। বৃহস্পতিবার কলকাতায় আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প সূচনার ঘোষণা করেন সংস্থার শীর্ষ কর্তারা।

সংস্থা মারফত জানা গিয়েছে, বাগনানে এই কারখানা তৈরি করতে ৪০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই কারখানা তৈরি হয়ে গেলে শতাধিক মানুষের কর্মসংস্থান হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

কারখানা তৈরি হয়ে গেলে বছরে ১০ হাজার অটোমেটেড কার পার্ক বা ২৫টি অটোমেটেড পার্কিং প্রজেক্ট তৈরি করাই লক্ষ্য বলে জানিয়েছে সংস্থা। পাশাপাশি আমেরিকা ও দুবাইতেও তারা এই অটোমেটেড পার্কিং সিস্টেম রফতানি করছে।

বাংলায় নতুন বাণিজ্য, বিনিয়োগ আনার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরেই। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, টাটা কনসালটেন্সি সেন্টার নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে বিরাট ক্যাম্পাস তৈরি করছে। ২০ একর জমির উপরে এই ক্য়াম্পাস তৈরি হবে। এতে ৫০০০ কর্মসংস্থান হবে।