BJP Protest Updates:: মিছিল শুরু হতেই পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি দেখা যায় বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকদের। বিজেপির অভিযোগ, ডেঙ্গি মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ হয়েছে স্বাস্থ্য দফতর। কোনও কাজই হচ্ছে না সরকারের দ্বারা।
বিক্ষোভে গেরুয়া শিবির
Image Credit source: TV-9 Bangla
Follow Us
কলকাতা: এক সপ্তাহে আরও অন্তত ৬ হাজার ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে রাজ্যে। সরকারি ও অসমর্থিত সূত্র মিলিয়ে গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার পেরিয়ে গিয়েছে। ৭ দিনে ১০ হাজারের বেশি আক্রান্ত শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলায়। তাতেই বেড়েছে উদ্বেগে। এদিকে ডেঙ্গি দমনে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দফায় দফায় পথে নামছে বাম-বিজেপি। একদিন আগেই দমদমে বিক্ষোভ করতে দেখা গিয়েছে ডিওয়াইএফআইকে। অন্যদিকে এদিনই আবার মশারি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা।
ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ স্বাস্থ্য দফতর। গত কয়েকদিন ধরে লাগাতার এই ইস্যুতে সরব হয়েছে পদ্ম শিবির। এদিন আরও একবার সেই ইস্যুতেই পথে নেমেছে বিজেপির মহিলা মোর্চা।
মিছিল শুরু হতেই পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি দেখা যায় বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকদের। বিজেপির অভিযোগ, ডেঙ্গি মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ হয়েছে স্বাস্থ্য দফতর। কোনও কাজই হচ্ছে না সরকারের দ্বারা।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময়েই সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে থাকা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। বিক্ষোভস্থল থেকেই সংগঠনের এক সদস্য বলেন, “কোথাও হাসপাতালে বেড নেই, প্রাথমিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে না। কিছুই করছে না সরকার। ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ হয়েছে সরকার।”