VC Appointment: ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল
VC Appointment: যে সব বিশ্ববিদ্যালয়ে এখনও উপাচার্য নেই, সেগুলিতে উপাচার্যের ভূমিকায় থাকবেন তিনি নিজে। পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কলকাতা: একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় নানা সমস্যায় পড়তে হয়েছে পড়ুয়াদের। পরপর সে সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করছেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। এবার উপাচার্য নিয়োগ করলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার রাজভবনের তরফ থেকে জানানো হয়েছে রাজকুমার কোঠারিকে বিশ্ববিদ্যালয়ের ভি সি পদে নিযুক্ত করা হয়েছে। উপাচার্য না থাকায় ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অনেক অসুবিধায় পড়েন। এমনকী শংসাপত্র না পাওয়ায় চাকরি পেতে অসুবিধা হচ্ছে, এমন অভিযোগও সামনে আসে। এরপরই এই নিয়োগ করলেন রাজ্যপাল।
সম্প্রতি সায়ন কর্মকার নামে এক যুবক সমস্যায় পড়ে রাজভবনের সামনে হাজির হয়েছিলেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, সদ্য ডিআরডিও-তে একটি চাকরি পেয়েছেন তিনি। চাকরি মিললেও শংসাপত্রের অভাবে বাধার মুখে পড়েছিলেন তিনি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ওই পড়ুয়ার কাছে কোনও সার্টিফিকেট না থাকায় চাকরিতে যোগ দিতে পারছিলেন না। উপাচার্য না থাকাতেও শংসাপত্র দেওয়া যাচ্ছিল না। এই ঘটনা সামনে আসার পরই নয়া উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির ভিসি-র ও দায়িত্বও পালন করবেন রাজকুমার কোঠারি।
সেই সঙ্গে আচার্য আরও জানিয়েছেন, যে সব বিশ্ববিদ্যালয়ে এখনও উপাচার্য নেই, সেগুলিতে উপাচার্যের ভূমিকায় থাকবেন তিনি নিজে। পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত জারি রয়েছে এখনও। শিক্ষামন্ত্রী বারবার দাবি করেছেন, আচার্য এভাবে শিক্ষা দফতরকে না জানিয়ে উপাচার্য নিয়োগ করতে পারে না। তবে আদালত জানিয়েছে, অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারেন আচার্য।