Shahadat: বাংলাদেশে যোগাযোগের সময় নাম বদলে নিতেন হাবিবুল্লাহ? সাংঘাতিক সব তথ্য সামনে

Supriyo Guha | Edited By: সায়নী জোয়ারদার

Jun 24, 2024 | 4:54 PM

Shahadat-e al Hiqma: সূত্রের খবর, জেরায় হাবিবুল্লাহ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া এবং ডার্ক নেটে জিহাদ নিয়ে পড়াশোনো করে নিজেই অনলাইনে সংগঠন তৈরি করেন। তিনি অন্য কারও কাছ থেকে নির্দেশ পেতেন না বলেই দাবি করেছেন বলে খবর। গোয়েন্দারা হাবিবুল্লাহের সঙ্গী হিসাবে আরও ৩ জনের হদিশ পেয়েছেন। তাঁদের চিহ্নিত করার কাজ চলছে।

Shahadat: বাংলাদেশে যোগাযোগের সময় নাম বদলে নিতেন হাবিবুল্লাহ? সাংঘাতিক সব তথ্য সামনে
জঙ্গি যোগ সন্দেহে গ্রেফতার
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বাংলায় নতুন জঙ্গি মডিউল। জঙ্গি সন্দেহে ধৃত হাবিবুল্লাহকে জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে। জানা গিয়েছে, হাবিবুল্লাহ নাম বদলে নিতেন আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগের সময়। বাংলাদেশের এই মডিউলের সদস্যদের সঙ্গে যোগাযোগের সময় হাবিবুল্লাহই হয়ে যেতেন সালাউদ্দিন।

সূত্রের খবর, জেরায় হাবিবুল্লাহ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া এবং ডার্ক নেটে জিহাদ নিয়ে পড়াশোনো করে নিজেই অনলাইনে সংগঠন তৈরি করেন। তিনি অন্য কারও কাছ থেকে নির্দেশ পেতেন না বলেই দাবি করেছেন বলে খবর। গোয়েন্দারা হাবিবুল্লাহের সঙ্গী হিসাবে আরও ৩ জনের হদিশ পেয়েছেন। তাঁদের চিহ্নিত করার কাজ চলছে।

যদিও গোয়েন্দাদের একাংশের দাবি, শীর্ষ নেতাদের আড়াল করতেই নিজেকে সালাউদ্দিন বলছেন হাবিবুল্লাহ। তাঁদের মতে, শুধুমাত্র অনলাইনে এইভাবে ১০০ থেকে ১২০ জনের সংগঠন তৈরি সম্ভব নয়। সংগঠন তৈরি করতে অর্থের প্রয়োজন। সেই অর্থ এই পড়ুয়া কোথা থেকে পেলেন?

গত শনিবার (২২ জুন) দুর্গাপুরের কাঁকসা থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ গ্রেফতার করে মহম্মদ হাবিবুল্লাহ নামে এক যুবককে। জানা যায়, তিনি জঙ্গি মডিউল ‘শাহদাত’-এর সঙ্গে যুক্ত। তদন্তে জানা গিয়েছে, এই সংগঠনের জন্ম এই বছরের গোড়ার দিকে। বাংলাদেশে মাদ্রাসা পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে সংগঠনের বিস্তার করা হয়। এ দেশে, এ রাজ্যেও পড়ুয়ারা টার্গেট। কম্পিউটার সায়েন্সের ছাত্র হাবিবুল্লাহ তারই উদাহরণ বলে মনে করছেন তদন্তকারীরা।

Next Article