Gariahat Hawkers: ‘ফর্ম ফিল আপ’ শুরু গড়িয়াহাটে, কী হবে হকারদের ভবিষ্যৎ

Aritra Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 28, 2024 | 12:58 PM

Gariahat Hawkers: শুক্রবার গড়িয়াহাট এবং নিউমার্কেটে হতে চলেছে সার্ভে। হাতিবাগান মার্কেটে কবে এই সার্ভে হবে, তা আজ বিকেলে কলকাতা পুরসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যেমন নির্দেশ দিয়েছেন, তেমনভাবেই কাজ হচ্ছে। 

Gariahat Hawkers: ফর্ম ফিল আপ শুরু গড়িয়াহাটে, কী হবে হকারদের ভবিষ্যৎ
গড়িয়াহাটে চলছে ফর্ম ফিল আপ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আপাতত এক মাস হকারদের উচ্ছেদ করা হবে না। বৃহস্পতিবার নবান্নের বৈঠক থেকে সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে হকারদের ভবিষ্যৎ কী হবে, তাঁদের জন্য কী করা যায়, সে ব্যাপারেও নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকের পর থেকেই সেই কাজ শুরু হয়েছে। আর আজ থেকে শুরু হল ফর্ম ফিল আপের লাইন।

প্রাথমিকভাবে একটি ‘ফর্ম’ তৈরি করা হয়েছে হাই পাওয়ার কমিটির তরফে। আজ, শুক্রবার থেকেই সেগুলি তুলে দেওয়া হচ্ছে হকারদের হাতে। কীসের স্টল, কতদিন ধরে ব্যবসা করছেন- এই সব তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে জমা জিতে হবে কমিটির কাছে। সেই তথ্য খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে, ভবিষ্যতে কী হতে চলেছে ওই হকারদের। কোন স্টল কতটা জায়গা জুড়ে থাকবে, কাদের কাদের পুনর্বাসন দেওয়া হবে, সেই সিদ্ধান্তই পরবর্তীতে নেবে এই কমিটি।

এদিকে শুক্রবার গড়িয়াহাট এবং নিউমার্কেটে হতে চলেছে সার্ভে। হাতিবাগান মার্কেটে কবে এই সার্ভে হবে, তা আজ বিকেলে কলকাতা পুরসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যেমন নির্দেশ দিয়েছেন, তেমনভাবেই কাজ হচ্ছে।

মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, ফর্মগুলো নিয়ে হাই পাওয়ার কমিটির কাছে পেশ করা হবে। সেই অনুযায়ী, সব ব্যবস্থা নেওয়া হবে। এদিন নিজে দাঁড়িয়ে থেকে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। মন্ত্রী ববি হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, ডেপুটি মেয়র এবং বিধায়ক অতীন ঘোষ, বিধায়ক মেয়র পারিষদ দেবব্রত মজুমদাররাও সকাল ১০ টা থেকে এলাকায় সার্ভে শুরু করেন।

Next Article