কলকাতা: বিটি রোডে হিট অ্যান্ড রান। গ্রেফতার গাড়ির চালক। দেবজিৎ বিশ্বাস নামে ওই ব্যক্তি আবার পেশায় চিকিৎসক বলে জানা যাচ্ছে। কর্মরত রয়েছেন শহরেরই এক সরকারি হাসপাতালে। অভিযোগ, শনিবার বিকালে চারটে নাগাদ বিটি রোডে শ্যামবাজার থেকে সিঁথি মোড়ে যাওয়ার লেনে একটি ভ্যানে ধাক্কা মানে একটি প্রাইভেট গাড়ি। জগদীশ নামে ভ্যান চালকের মৃত্যু হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। ভ্যান চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। তাতেই জনরোষ আরও বেড়ে যায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এদিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনার পরেই গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টায় করে চালক। কিন্তু, সেই সময় দাঁড়িয়ে থাকা অপর একটি গাড়িতে ধাক্কা মারে। ফলে আর গাড়ি নিয়ে চম্পট দিতে পারেননি ওই চিকিৎসক। যদিও বেগতিক দেখে গাড়ি রেখেই এলাকা ছেড়ে ছুট দেন।
ব্যাপক শোরগোল চলতে থাকে এলাকায়। দীর্ঘ সময়ের জন্য বিটি রোডে ব্যাপক যানজটও হয়। শেষে ট্র্যাফিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্তে নেমেছে লালবাজার। সূত্রের খবর, শনিবার রাত ৯টা নাগাদ গাড়ির চালককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত জানিয়েছেন চোখ লেগে যাওয়ার কারণে গাড়ির নিরন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। যার জেরেই দুর্ঘটনা ঘটে।