Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swasthya Sathi: ‘স্বাস্থ্যসাথী’র জন্য বছরে মোট কত কোটি খরচ হয়, সব হিসেব প্রকাশ করলেন চন্দ্রিমা

Swasthya Sathi: বর্তমানে এই কার্ডে পরিষেবা পাওয়া যায় রাজ্যের ২৯১৪টি হাসপাতালে। কার্ডেই একটি ফোন নম্বর দেওয়া থাকে। দিনের যে কোনও সময় অসুবিধা হলে ওই নম্বরে ফোন করা যাবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

Swasthya Sathi: 'স্বাস্থ্যসাথী'র জন্য বছরে মোট কত কোটি খরচ হয়, সব হিসেব প্রকাশ করলেন চন্দ্রিমা
ফাইল ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2025 | 2:10 PM

কলকাতা: রাজ্য় সরকারের স্বাস্থ্য বিমা কত মানুষ চিকিৎসা পান, চিকিৎসা দিতে রাজ্য সরকারের মোট কত টাকা খরচ হয়, সেই সব তথ্য প্রকাশ করল রাজ্য। শুক্রবার বিধানসভায় একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরও জানিয়েছেন, বর্তমানে রাজ্যের ঠিক কতগুলি হাসপাতালে স্বাস্থ্যসাথী স্কিমের পরিষেবা পাওয়া যায়।

আমতার বিধায়ক সুকান্ত পালের করা একটি প্রশ্নের উত্তরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পে ৮ কোটি ৭২ লক্ষ ৫৭ হাজার ৬ শত ৭ জনের নাম নথিভুক্ত করা হয়েছে। কোন বছরে কত টাকা খরচ হয়েছে, সেই হিসেবও সামনে এসেছে।

২০২১-২০২২ অর্থবর্ষে ২২৬৩ কোটি ০১ লক্ষ ৬১ হাজার ৯৩৯ টাকা খরচ হয়েছে এই প্রকল্পে। ২০২২-২৩ অর্থবর্ষে ২৬৩০ কোটি ৫৬ লক্ষ ৮২ হাজার ৬৯৪ টাকা, ২০২৩-২৪ অর্থবর্ষে ২৬৯৪ কোটি ৬৪ লক্ষ ০৯ হাজার ৬৩১ টাকা ব্যয় করেছে।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, স্বাস্থ্যসাথী প্রকল্পে ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্যে মোট ২১ লক্ষ ২৮ হাজার ৮ শত ৩৪ জন মানুষ ২৬৯৪ কোটি ৬৪ লক্ষ ০৯ হাজার ৬৩১ টাকা পেয়েছেন। বর্তমানে এই কার্ডে পরিষেবা পাওয়া যায় রাজ্যের ২৯১৪টি হাসপাতালে। কার্ডেই একটি ফোন নম্বর দেওয়া থাকে। দিনের যে কোনও সময় অসুবিধা হলে ওই নম্বরে ফোন করা যাবে বলেও জানিয়েছেন মন্ত্রী।