AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah-Burdwan: অবশেষে বড় প্রাপ্তি হাওড়া-বর্ধমান কর্ড লাইনের যাত্রীদের, একযোগে বাঁকুড়ার জন্যও সুখবর দিল রেল

Howrah-Burdwan: রেলের বিজ্ঞপ্তি বলছে, ১৪ থেকে ১৭ তারিখের মধ্যে বাতিল থাকছে ১২৩৩৭ আপ হাওড়া-শান্তিনিকেতন এক্সপ্রেস। ১৩ থেকে ১৬ তারিখের মধ্যে বাতিল থাকছে ১৩০২৭ আপ হাওড়া-কবিগুরু এক্সপ্রেস। ১৪ থেকে ১৭ তারিখের মধ্যে বাতিল থাকছে ১২৩৪৭ আপ হাওড়া-রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস।

Howrah-Burdwan: অবশেষে বড় প্রাপ্তি হাওড়া-বর্ধমান কর্ড লাইনের যাত্রীদের, একযোগে বাঁকুড়ার জন্যও সুখবর দিল রেল
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Nov 05, 2024 | 8:33 PM
Share

কলকাতা: জল্পনা ছিলই। কাজ যে চলছে সেই খবরও মিলেছিল। শেষ পর্যন্ত এল বড় খবরটা। উপকৃত হতে চলেছে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের পাশাপাশি বাঁকুড়ার জেলার মানুষ। বাঁকুড়া-মসাগ্রামের যোগ তৈরি হয়েছে আগেই। চলছে লোকাল। এবার সেই লাইনের সঙ্গে জুড়ে যাচ্ছে হাওড়া-কর্ড লাইন। ১৪ তারিখের পাশাপাশি ১৭ তারিখেও চলবে কাজ। আর সেই কাজের জন্য একগুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানানো হয়েছে রেলের তরফে। 

রেলের বিজ্ঞপ্তি বলছে, ১৪ থেকে ১৭ তারিখের মধ্যে বাতিল থাকছে ১২৩৩৭ আপ হাওড়া-শান্তিনিকেতন এক্সপ্রেস। ১৩ থেকে ১৬ তারিখের মধ্যে বাতিল থাকছে ১৩০২৭ আপ হাওড়া-কবিগুরু এক্সপ্রেস। ১৪ থেকে ১৭ তারিখের মধ্যে বাতিল থাকছে ১২৩৪৭ আপ হাওড়া-রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস। একই সময়ে বাতিল ১৩১৮৭ আপ শিয়ালদহ রামপুরহাট এক্সপ্রেসও। 

১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত বাতিল খাতায় থাকছে ২২৩২১ আপ হাওড়া-সিউরি হুল এক্সপ্রেস। ১৪ থেকে ১৬ তারিখ পর্যন্ত বাতিল থাকছে ১২৩৮৩ আপ শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস। ১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত বাতিল থাকছে ১৩১৭১ আপ শিয়ালদহ-সিউরি মেমু এক্সপ্রেস। একই সময়ে বাতিল থাকছে ১৩০১৭ আপ হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস।