AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vande Bharat: হাওড়া-পুরী বন্দে ভারত নিয়ে বড় সিদ্ধান্ত, মোদীকে ধন্যবাদ সুকান্তর

Vande Bharat: দেশের মধ্যে যে কটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে, তার মধ্যে হাওড়া-পুরী রুটটি অত্যন্ত জনপ্রিয়। এই ট্রেনের যাত্রীসংখ্যা সারাবছরই বেশি থাকে।

Vande Bharat: হাওড়া-পুরী বন্দে ভারত নিয়ে বড় সিদ্ধান্ত, মোদীকে ধন্যবাদ সুকান্তর
বন্দে ভারতImage Credit: twitter
| Edited By: | Updated on: May 17, 2025 | 10:18 AM
Share

কলকাতা: পুরী যে বাঙালির কতটা জনপ্রিয় ডেস্টিনেশন, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। হাওড়া বা শিয়ালদহ থেকে পুরী যাওয়ার একাধিক ট্রেন থাকলেও বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর এই ট্রেনের প্রতি আগ্রহ বেড়েছে অনেক যাত্রীরই। স্বাচ্ছন্দ্যে ও গতিতে অন্যান্য ট্রেনকে টেক্কা দিয়ে দিয়েছে বন্দে ভারত। আর এবার সেই ট্রেনে একটা বড় বদল আনা হয়েছে।

সম্প্রতি হাওড়া-পুরী বন্দে ভারতের কোচের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে যে ট্রেনে কোচের সংখ্যা ছিল ১৬টি। এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে ২০টি। ফলে, আসন সংখ্যা বাড়ছে অনেকটাই। টিকিট পেতে সুবিধা হবে যাত্রীদের। রেলের এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার উল্লেখ করেছেন, পুরী-হাওড়া শুধুমাত্র রেলের একটা রুট নয়, এটা বাঙালির আবেগের বন্ধন। কোচের সংখ্যা বেড়ে যাওয়ায় যাত্রীরা সহজেই টিকিট পাবেন বলে উল্লেখ করেছেন তিনি। আপ এবং ডাউন লাইনেই এই ২০ কোচের বন্দে ভারতে চালানো হবে। এর মধ্যে ১৮ টি এসি চেয়ার কার এবং ২ টি এক্সিকিউটিভ ক্লাস থাকবে।