সকলের নজরে ভোট-ভবিষ্যত্। মনোনয়ন পর্বেই ৫ খুন বাংলায়! সন্ত্রাস রুখতে হিমশিম পুলিশের। কিন্তু সরকার বলছে, কোথায় অশান্তি? মনোনয়ন পর্বে ‘শান্তি’ দেখছেন মমতা। কিন্তু খুনোখুনির রাজনীতির ট্র্যাডিশন তো চলছেই। হাইকোর্ট ক্ষুব্ধ, উদ্বিগ্ন রাজ্যপাল। ভোটে আধাসেনা মোতায়েনের নির্দেশ হাইকোর্টের।রায় মানতে নারাজ রাজ্য-কমিশন। শনিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য-কমিশন। কী হয়, সেটাই দেখার।
বিজেপি (BJP) প্রার্থীর দেওরকে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূল (Trinamool Congress) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নম্বর ব্লকের কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিয়াদহ এলাকায়। শনিবার গভীর রাতে বিজেপি প্রার্থীর পরিবারের এক সদস্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় বলে জানা যায়। বাড়ির অদূরে তার রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে খবর। মৃত ওই ব্যক্তির নাম শম্ভু দাস। তাঁর বৌদি বিশাখা দাস এবারে পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী হয়েছে।
বিস্তারিত পড়ুন: BJP Worker Murdered: ভোটপর্বে বেলাগাম হিংসা, দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওর খুন, কাঠগড়ায় তৃণমূল
কোন কোন কারণে এক জন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যের পদ বাতিল হতে পারে তা বিস্তারিত তুলে ধরা হল। বিস্তারিত পড়ুন- কী কী কারণে বাতিল হতে পারে পঞ্চায়েত সদস্য পদ, জেনে নিন
তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়ানো প্রার্থীদের উদ্দেশে কী বার্তা দিল তৃণমূল।
বিস্তারিত পড়ুন- ‘প্রার্থীপদ প্রত্যাহার করুন, না হলে…’, জোড়াফুলের টিকিট না পাওয়া নির্দলদের কড়া বার্তা তৃণমূলের
বিজেপির সঙ্গে যোগসাজশ করে রাজ্যে অশান্তি করছে আইএসএফ। এমনই বিস্ফোরক অভিযোগ তোলে তৃণমূল। সেই অভিযোগের জবাবে নওশাদ কী বললেন বিস্তারিত পড়ুন- ‘বিজেপির সঙ্গে লেনদেন প্রমাণ করতে পারলে…’, তৃণমূলের কটাক্ষের জবাব নওশাদের
সামনেই ভোট। তবে তার আগেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে শাসকদলের জয়ের খবর সামনে আসেছে। কখনও উত্তর ২৪ পরগনা, কখনও পূর্ব মেদিনীপুর, কখনও জলপাইগুড়িতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের।
বিস্তারিত পড়ুন: Panchayat Elections 2023: ‘ফাঁকা মাঠে গোল’ দিয়ে জয় ছিনিয়ে নিল তৃণমূল, বিজেপি বলছে, ‘নারকীয় জিত’
ভোটের ময়দানে ফের খুনের খবর প্রকাশ্যে। এবারের ঘটনাস্থল মালদহ। সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। এই ঘটনার সঙ্গে কংগ্রেস যুক্ত বলে দাবি করেছে শাসকদল। জানা গিয়েছে, বাড়ি থেকে বের হতেই তৃণমূল কর্মী মোস্তফা শেখকে মারধর করা হয়েছে। তার জেরেই এমন মর্মান্তিক পরিণতি। বস্তুত, ভোটের বাংলায় এই নিয়ে এক সপ্তাহে হিংসার বলি ছ’জন।
বিস্তারিত পড়ুন: Panchayat Elections 2023: বাড়ি থেকে বের হতেই বাঁশ-লাঠি দিয়ে তৃণমূল কর্মীকে পিটিয়ে ‘খুন’, অভিযুক্ত কংগ্রেস
মদনের চ্যালেঞ্জ, কেন্দ্রীয় বাহিনীর হাতে রেফারির বাঁশি দিয়ে দেওয়া হোক। ম্যাচ কমিশনার থাকুক নির্বাচন কমিশন। তারপরও তৃণমূলকে টলানো যাবে না বলে হুঁশিয়ারি মদনের। নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা অনুকরণ করে রাজ্যবাসীর উদ্দেশে মদন বললেন, ‘আমাদের পঞ্চায়েত দাও, আমরা ২০২৪ সালে কেন্দ্রীয় সরকার বাংলার মাটি থেকে দেব।’
বিস্তারিত আসছে: ‘তোমরা আমাদের পঞ্চায়েত দাও, আমরা তোমাদের…’, নেতাজির বক্তব্যে নিজের ‘রং’ ঢাললেন মদন
ভোটের আগে থেকেই দলবদল চলছিল। তবে নির্বাচন যত এগিয়ে এসেছে ততই যেন বাড়ছে এক দল থেকে অন্যদলে ঝাঁপানোর হিড়িক। জলপাইগুড়ির (Jalpaiguri) ধৃপগুড়িতে (Dhupguri) ফের যোগদান পর্ব। প্রায় দু’শো জন ব্যক্তি তৃণমূল (TMC) ছেড়ে যোগ দিলেন বিজেপি-তে।
বিস্তারিত পড়ুন: Panchayat Elections 2023: ধূপগুড়িতে তৃণমূল ছেড়ে বিজেপি-তে ঝাঁপ একঝাঁক তৃণমূল নেতার
কোচবিহারের সাহেবগঞ্জ। দু’মাস আগে এখান থেকেই তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। আর আজ সেই সাহেবগঞ্জেই ‘আক্রান্ত’ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের কনভয় লক্ষ্য করে তির মারার অভিযোগ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেছেন নিশীথ। স্বরাষ্ট্র মন্ত্রকেও তিনি বিষয়টি জানিয়েছেন বলে খবর।
বিস্তারিত পড়ুন: নিশীথের কনভয় লক্ষ্য করে তির মারার অভিযোগ! তুলকালাম সাহেবগঞ্জে
তৃণমূলের (TMC) বুথ কার্যালয়ে হামলার অভিযোগ। শুধু তাই নয়, ভাঙচুরের পাশাপাশি মারধরের অভিযোগ উঠল। কাঠগড়ায় সিপিএম (CPM)। ঘটনার পর চাপা উত্তেজনা তৈরি হয়েছে ঘাটালের (Ghatal) কোতুলপুরে। অভিযোগ অস্বীকার সিপিএম-এর।
বিস্তারিত পড়ুন: CPIM: তৃণমূল পার্টি অফিসে ঢুকে ভাঙচুর-মারধর, কাঠগড়ায় সিপিএম
ভোটে বেলাগাম অশান্তির অভিযোগ উঠেছিল। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার ভাঙড়ে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গতকালের পর এবার ক্যানিং যাচ্ছেন তিনি। সুকান্ত মজুদারের সঙ্গে বৈঠকের পরই ক্যানিং সফর তাঁর।
নানুরে ফের এক ড্রাম তাজা বোমা উদ্ধার করল পুলিশ। নানুর বিধানসভার থুপসরা অঞ্চলে ব্রাহ্মণ খণ্ড গ্রামের মাঠে পুকুরের পাশ থেকে এক ড্রাম বোমা উদ্ধার করে নানুর থানা পুলিশ। শুক্রবার রাতে বোমাগুলিকে উদ্ধার হয়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। শনিবার বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। নির্বাচনের আগে দিকে দিকে এত পরিমাণ বোমা উদ্ধারের স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়াচ্ছে এলাকায়।
বড় সাফল্য রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Bengal STF)। বীরভূমের সিউড়ি থেকে উদ্ধার হল প্রচুর আগ্নেয়াস্ত্র ও পিস্তলের সরঞ্জাম (Firearms Recovered)। পাকড়াও করা হয়েছে এক অস্ত্র ব্যবসায়ীকেও। সব মিলিয়ে তিনটি সেমি অটোমেটিক পিস্তল, একটি অত্যাধুনিক পাইপগান, পাঁচটি ম্যাগাজিন এবং ৭১ রাউন্ড কার্তুজ (৬১ রাউন্ড ৭.৬৫ এমএম ক্যাটেগরির কার্তুজ ও ৯টি ৮ এমএম ক্যাটেগরির কার্তুজ) পাওয়া গিয়েছে। গতকাল (শুক্রবার) এক বিশেষ অভিযানে বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ড চত্বর থেকে এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও পিস্তলের সরঞ্জাম উদ্ধার করেছে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। আব্দুল রহিম শেখ ওরফে মেহরুল শেখ নামে এক অস্ত্র ব্যবসায়ীকেও হাতেনাতে পাকড়াও করা হয়েছে।
ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে থাকা শওকত মোল্লার বক্তব্য তিনি ওই যুবককে চেনেনই না। বললেন, ‘ওর নাম সম্ভবত গোবিন্দ নস্কর। আমি হাটগাছায় রাজনৈতিক জীবনে মাত্র একবার গিয়েছি। হাটগাছা কীরকম আমি দেখিনি এবং লোকটাকেও চিনি না। তার কাছ থেকে যা খবর, তাকে মেশিন ধরে, গাছে বেঁধে বলা হয়েছে আরাবুল-শওকত মোল্লার নাম বলতে হবে। না-হলে ওকে মেরে দেবে। আমি তার প্রমাণ আপনাদের দিয়ে দেব।’
বিস্তারিত পড়ুন: পাঁচ হাজার টাকার বিনিময়ে গুলি চালায় ‘শওকত মোল্লার লোক’? শুনে কী বলছেন তৃণমূল নেতা?
৫৮ বছর ধরে রাজনীতির ময়দানে। শুরুটা হয়েছিল ১৯৬৫ সালে। সেই থেকে এখনও অপরাজিত। এবার আবার প্রার্থী হয়েছেন পঞ্চায়েতে। এতদিনে অবশ্য বয়সটা অনেক বেড়েছে। এখন ৮৮-তে দাসপুরের গোপালচন্দ্র নন্দী। পুরনো একটা মাটির বাড়িতেই থাকেন। সেই বাড়ির সামনে দাঁড়িয়েই একটা বাঁশের খুঁটির উপর ভর করে পথচলতি পরিচিত মুখ দেখলেই বলছেন, ‘পঞ্চায়েতে আবার প্রার্থী হয়েছি। তোমাদের সবার শুভেচ্ছা কামনা করি।’ এলাকার লোকেরা বলে, জীবনে নাকি হারতে শেখেননি তিনি। কখনও দলীয় প্রতীকে দাঁড়িয়েছেন, কখনও আবার নির্দল হয়ে। কিন্তু ভোট ময়দানে প্রতিবারই জয় ছিনিয়ে এনেছেন। আর এবারও জয়ের ব্যাপারে বেশ নিশ্চিত তিনি।
বিস্তারিত পড়ুন: ৫৮ বছর ধরে ‘অপরাজিত’, এখনও মাটির বাড়িতেই থাকেন অশীতিপর তৃণমূল প্রার্থী
আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই পঞ্চায়েত ভোট। মনোনয়ন পর্ব থেকেই অশান্তির আগুনে পুড়ছে বাংলা। ভোটপর্বেহর শুরু থেকেই কেন্দ্রীয় বাহিনীর দাবি উঠলেও, চুপ থেকেছে রাজ্য নির্বাচন কমিশন। বারবার আস্থা দেখিয়েছে রাজ্য পুলিশে।মনোনয়ন পর্বে অশান্ত পরিস্থিতি নিয়ে স্পষ্ট উদ্বেগ হাইকোর্টের। আদালতের চাপে অবশেষে টনক নড়েছে কমিশনের। বাহিনী নিয়ে আদালতের নির্দেশই অক্ষরে অক্ষরে মেনে চলা হবে। জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা। কেন্দ্রীয় বাহিনী ছাড়াই মনোয়নন পর্ব মেটানোর কৌশল ছিল। অভিযোগ করছেন বিরোধীরা। কমিশনের ভূমিকায় একগুচ্ছ অভিযোগ বিরোধীদের।
ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারে আইএসএফ তৃণমূল সংঘর্ষের ঘটনায় নিহত তৃণমূল কংগ্রেস কর্মী রাজু নস্করের বাড়িতে শুক্রবার রাতে যান তৃণমূল নেতা আরাবুল ইসলাম। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, পাশে থাকার আশ্বাস দেন।
ফের ২ ড্রাম তাজা বোমা উদ্ধার বীরভূমে। শান্তিনিকেতন থানার অন্তর্গত রূপপুর পঞ্চায়েতের লোহাগড় গ্রামের বাগানপাড়া পশ্চিম মাঠে ভোর বেলায় ২ ড্রাম বোমা পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। পরবর্তীকালে তাঁরা শান্তিনিকেতন থানার পুলিশকে খবর খবর দেওয়া হয়।
একই জেলা পরিষদের আসনে তৃণমূলের প্রতীক চেয়ে মনোনয়ন জমা তৃণমূলের দুই প্রার্থীর। মনোনয়ন পর্বের মাঝেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের প্রাক্তন অধ্যক্ষ শ্যামল রায় জেলা পরিষদের জন্য মনোনয়ন দিয়েছেন। অন্যদিকে, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাসের ছেলে শুভজিৎ দাসও একই পদে মনোনয়ন জমা দিয়েছেন। আর এই ঘটনা নিয়েই বনগাঁয় শুরু হয়েছে জোর চর্চা।
পুরসভার লজই হয়ে উঠেছে শাসক তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় ৷ আর তা নিয়েই সরব হয়েছেন কংগ্রেসের একমাত্র কাউন্সিলর তথা জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি শান্তনু দেবনাথ ৷ আলিপুরদুয়ার জেলা তৃণমূল কার্যালয় কার্যত বন্ধ ৷
পঞ্চায়েতের আগে মেগা সাংগঠনিক বৈঠক কালীঘাটে । শনিবার কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচন নিয়ে শনিবারের বৈঠকে থাকবেন দলের বর্ধিত কোর কমিটির সদস্যরা। থাকবেন ইলেকশন কমিটির সদস্যরাও। বেলা চারটেয় বৈঠক হবে কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাসভবন লাগোয়া তৃণমূল ভবনে। মূলত পঞ্চায়েত নির্বাচন কৌশল, প্রচার পরিকল্পনা-সহ কী স্ট্র্যাটেজিতে বিরোধীদের মোকাবিলা করা হবে, এই সব বিষয়েই আলোচনা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।