Panchayat Elections 2023: ধূপগুড়িতে তৃণমূল ছেড়ে বিজেপি-তে ঝাঁপ একঝাঁক তৃণমূল নেতার

TMC to BJP: ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ১ গ্ৰাম পঞ্চায়েতের ১৫/১৬৫ নং বুথ। সেখানে বিজেপির পক্ষ থেকে একটি যোগদান সভা আয়োজন করা হয়।

Panchayat Elections 2023: ধূপগুড়িতে তৃণমূল ছেড়ে বিজেপি-তে ঝাঁপ একঝাঁক তৃণমূল নেতার
ফের দলবদল (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2023 | 2:45 PM

ধূপগুড়ি: ভোটের আগে থেকেই দলবদল চলছিল। তবে নির্বাচন যত এগিয়ে এসেছে ততই যেন বাড়ছে এক দল থেকে অন্যদলে ঝাঁপানোর হিড়িক। জলপাইগুড়ির (Jalpaiguri) ধৃপগুড়িতে (Dhupguri) ফের যোগদান পর্ব। প্রায় দু’শো জন ব্যক্তি তৃণমূল (TMC) ছেড়ে যোগ দিলেন বিজেপি-তে।

ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ১ গ্ৰাম পঞ্চায়েতের ১৫/১৬৫ নং বুথ। সেখানে বিজেপির পক্ষ থেকে একটি যোগদান সভা আয়োজন করা হয়। ওই সভায় শনিবার তৃণমূলের কংগ্রেস থেকে প্রায় দুই শতাধিক মানুষ বিজেপির পতাকা হাতে তুলে নেয় বলে দাবি বিজেপি নেতৃত্বের।

ঝড় আলতা এই বুথের পঞ্চায়েত সদস্য মাম্পি গায়েনের নেতৃত্বে ওই তৃণমূল কর্মীরা বিজেপি-তে যোগদান করেছেন বলে খবর। এ দিকে, দলবদল প্রসঙ্গে বিজেপি নেতাদের দাবি মাম্পি গায়েন কাজ করতে চাইলেও তাঁকে কাজ করতে দেননি তৃণমূল নেতারা। এখন বিজেপিতে চলে আসার ফলে তৃণমূল নেতাদের পায়ের মাটি সরে গিয়েছে। ফলে এই পঞ্চায়েতটি বিজেপিই দখল করবে।

তৃণমূলের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, “এক দুজন দল ছেড়ে যেতেই পারেন। তাতে দলের তেমন কোনও ক্ষতি হবে না। বড় পরিবার হলে একটু আকটু মনোমালিন্য হয়েই থাকে। মানুষের আস্থা আছে তৃণমূলের উপর। তৃণমূলই সবকটি গ্রাম পঞ্চায়েত জিতবে।”