Kolkata Fire: ভিতরে দাহ্য পদার্থ, দাউ দাউ করে জ্বলছে মাঠপুকুরের ফ্যাক্টরি, ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে

Aritra Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 02, 2024 | 12:51 PM

Kolkata Fire: কয়েকদিন আগেই দক্ষিণ কলকাতার বহুতল শপিং মলে আগুন লাগার ঘটনা ঘটে। রেস্তোরাঁ থেকে ছড়িয়ে যাওয়া আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকলবাহিনীকে। এবার আগুন লাগল মাঠপুকুরে। এই আগুনের ছবি আরও ভয়ঙ্কর বলে মনে করা হচ্ছে।

Kolkata Fire: ভিতরে দাহ্য পদার্থ, দাউ দাউ করে জ্বলছে মাঠপুকুরের ফ্যাক্টরি, ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে
মাঠপুকুর ধাপায় আগুন
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। ধাপা মাঠপুকুরের কাছে সায়রাবাদে আগুন লাগে মঙ্গলবার সকালে। সকাল ১১ ট ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল। মোবিল কারখানার গুদামে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ভিতরে দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ আকার ধরেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। কয়েকদিন আগেই দক্ষিণ কলকাতার শপিং মল ‘অ্যাক্রোপলিসে’ আগুন লাগার ঘটনা ঘটে। এছাড়া ব্যাঙ্কশাল কোর্টের পিছনেও অগ্নিকাণ্ড হয় গত সপ্তাহে।

(সর্বশেষ আপডেট প্রথমে)

  1. ধোঁয়ার পরিমাণ এতটাই বেশি যে কাজ করতে গিয়ে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। শ্বাসকষ্টও হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন ওই কারখানায় দাহ্য পদার্থ মজুত আছে প্রচুর।
  2. বর্ষার দুপুর। হু হু করে হাওয়া বওয়ায় আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। কারখানায় মজুত ছিল ইঞ্জিন অয়েল। ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে দমকল সূত্রে খবর। কারখানা থেকে আশপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
  3. আগুন লাগার পর এক ঘণ্টা কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর প্রথমে ৫টি ইঞ্জিন পৌঁছেছিল ঘটনাস্থলে। পরে ইঞ্জিনের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।
Next Article