Hawker-RPF clash: ট্রেনে উঠতে বাধা, হকার-আরপিএফ সংঘর্ষে উত্তেজনা হাওড়া স্টেশনে

Hawker-RPF clash: এদিন হাওড়া স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মের কাছে যে ফুড প্লাজা রয়েছে সেখানে প্রতীকী অবস্থানে বসেন হকাররা। বসে পড়েন তাঁদের জিনিসপত্র নিয়ে। হাতে সংগঠনের পতাকা নিয়ে চলতে থাকে বিক্ষোভ। এদিকে এ ছবি দেখে মুহূর্তেই তাদের তুলতে আসে আরপিএফ। রেল পুলিশ হকারদের ঘিরে ধরে। মুহূর্তেই তপ্ত হয়ে ওঠে গোটা স্টেশন চত্বর।

Hawker-RPF clash: ট্রেনে উঠতে বাধা, হকার-আরপিএফ সংঘর্ষে উত্তেজনা হাওড়া স্টেশনে
ব্যাপক উত্তেজনা হাওড়া স্টেশনেImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 4:45 PM

কলকাতা: হাওড়া স্টেশনে ব্যাপক উত্তেজনা। হকারদের সঙ্গে ধস্তাধস্তি আরপিএফের। হকারদের অভিযোগ, তাঁদের ট্রেন উঠতে বাধা দিয়েছে আরপিএফ। তাঁদের লাঠিচার্জ করা হয়েছে বলেও দাবি করছেন। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। তপ্ত হয়ে ওঠে গোটা স্টেশন চত্বর। প্রসঙ্গত, এদিনই বঙ্গীয় হকার সম্মেলনের পক্ষ থেকে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল। স্টেশনের বাইরে ও ট্রেনে তাঁদের জিনিসপত্র বিক্রি করতে দিতে হবে এই দাবিকে সামনে রেখে বিগত কয়েকদিন ধরেই একাধিক স্টেশনে বিক্ষোভ দেখাতে দেখা যায় হকারদের। দু’দিন আগে কোন্নগর স্টেশনে একটি বিক্ষোভ হয়। এদিন তার আঁচ এসে পড়ে হাওড়া স্টেশনেও। 

সূত্রের খবর, এদিন হাওড়া স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মের কাছে যে ফুড প্লাজা রয়েছে সেখানে প্রতীকী অবস্থানে বসেন হকাররা। বসে পড়েন তাঁদের জিনিসপত্র নিয়ে। হাতে সংগঠনের পতাকা নিয়ে চলতে থাকে বিক্ষোভ। এদিকে এ ছবি দেখে মুহূর্তেই তাদের তুলতে আসে আরপিএফ। রেল পুলিশ হকারদের ঘিরে ধরে। শুরু হয় ধস্তাধস্তি। লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ। চরম বিশৃঙ্খলা তৈরি হয় গোটা স্টেশন চত্বরে। হয়রানির শিকার হন নিত্যযাত্রীরা। 

এদিকে এই সময় হাওড়া স্টেশনে আসেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি ঘটনার তীব্র নিন্দা করেছেন। যদিও এ বিষয়ে রেলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে খবর। তবে ঘটনার জেরে কোনও ট্রেন বাতিল করা হয়েছে কি না সে বিষয়েও কিছু জানা যায়নি।