AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: বিজেপি ডাকে না! ‘নিজের প্রোগ্রাম নিজেই করি’, সাতসকালে চাঁচাছোলা জবাব দিলীপের

Dilip Ghosh: বিজেপির একের পর এক নেতা তাঁকে আক্রমণ করছেন। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তাঁকে ক্লোজড চ্যাপ্টার বলেছেন। বিজেপি বিধায়ক অশোক দিন্দাও আক্রমণ করেছেন। এই নিয়ে কারও নাম না করে দিলীপ বলেন, "আগেও এরকম অনেকে বলেছে। পরে পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়েছে।"

Dilip Ghosh: বিজেপি ডাকে না! 'নিজের প্রোগ্রাম নিজেই করি', সাতসকালে চাঁচাছোলা জবাব দিলীপের
দিলীপ ঘোষImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 03, 2025 | 10:33 AM
Share

কলকাতা: গত ৩ দিন ধরে তাঁকে ঘিরে বিজেপিতে চাপানউতোর। দলের মধ্যে কি কোণঠাসা হয়ে পড়ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? এবার বিজেপির দলীয় কর্মসূচিতেও নাম নেই তাঁর। গত ২ দিন বিজেপির কোনও অফিসিয়াল কর্মসূচিতে যে তাঁকে রাখা হয়নি, শনিবার নিজেই সেকথা স্বীকার করলেন দিলীপ ঘোষ। তবে জানিয়ে দিলেন, নিজের মতো অরাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি।

গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর মমতার সঙ্গে দিলীপের সাক্ষাৎ ভালভাবে নেয়নি রাজ্য বিজেপি। তা নিয়ে বিজেপির অন্দরে চাপানউতোর ক্রমশ বেড়েছে। দিলীপকে আক্রমণ করেছেন একাধিক নেতা। কারও নাম না করে জবাবও দিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

তারপরই কি তাঁর নাম বিজেপির অফিসিয়াল কর্মসূচি থেকে বাদ পড়েছে? এদিন সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণের সময় এই নিয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা। এখন বিজেপির কোনও রাজনৈতিক কর্মসূচি তাঁর নেই জানিয়ে তিনি বলেন, “আমার তো অফিসিয়াল কোনও কর্মসূচি নেই। আমি সকালে মিডিয়া করছি। অরাজনৈতিক প্রোগ্রামে যাচ্ছি। কালও বাইরেই ছিলাম। আমার তো আপাতত কোনও পলিটিক্যাল কর্মসূচি নেই। থাকে না মাঝেমাঝে। রেস্ট দরকার আছে তো। আমি তো ঘুরে এসে রেস্ট নিলাম বাড়িতে। সকাল থেকে মিডিয়া, কত লোক দেখা করতে আসে। তাদের সময় দিতে হয়। সেটা তো কর্মসূচির মধ্যে থাকে না। আমি এই নিয়ে কোনওদিনই ভাবিত নই। আমি গত ৩ বছর ধরে দলের কোন কর্মসূচিতে থাকি? আমি নিজের কর্মসূচি নিজেই তৈরি করি। সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে যাই। সব কর্মসূচি লেখা থাকে না। পাবলিক প্রোগ্রামগুলো লেখা থাকে।”

বিজেপির একের পর এক নেতা তাঁকে আক্রমণ করছেন। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তাঁকে ক্লোজড চ্যাপ্টার বলেছেন। বিজেপি বিধায়ক অশোক দিন্দাও আক্রমণ করেছেন। এই নিয়ে কারও নাম না করে দিলীপ বলেন, “আগেও এরকম অনেকে বলেছে। পরে পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়েছে। হঠাৎ বিজেপি যারা, তারা অনেক কিছু বলবে। তার উত্তর দেওয়ারও দরকার নেই। সবার বলার অধিকার আছে। আমি কারও সমর্থন চাই না। আমি নিজের প্রিন্সিপ্যাল মেনে কাজ করি। দিল্লিতে যখন বিমানে করে নিয়ে গিয়ে লোক জয়েন করানো হত, তখন আমাকে ডাকা হত। আমি যেতাম না। বলেছিলাম আমি বাংলার রাজনীতি করি। আমি কোনওদিন কারও বাড়ির সামনে হাতজোড় করে দাঁড়াইনি। দিল্লিতে কারও অ্যাপয়েনমেন্ট চাইনি। আমি পার্টি দাঁড় করিয়েছি। সেই পার্টিতে যাঁরা অন্য পার্টি থেকে এসেছেন, তাঁরা এখন বড় বড় কথা বলছেন। আমি মমতার আহ্বানে সাড়া দিয়ে ওখানে গিয়ে যে সৌজন্য দেখিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেটা দেখাতে পারেননি।

দিঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে চাপানউতোরের মধ্যে বিজেপির কেন্দ্রীয় কোনও নেতা কি কথা বলেছেন দিলীপ ঘোষের সঙ্গে? গত ৩ দিন ধরেই এই নিয়ে জল্পনা চলছে। এদিন দিলীপ স্পষ্ট করে দিলেন, এখনও পর্যন্ত বিজেপির কোনও কেন্দ্রীয় নেতার সঙ্গে তাঁর এই নিয়ে কথা হয়নি।