Dumdum: দুপুরে আচমকা দমদমে এসে কুমার আশুতোষ (ব্রাঞ্চ) স্কুল ভেঙে দিল পুরসভা!

Ranjit Dhar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 03, 2024 | 6:49 PM

Dumdum: স্থানীয় সূত্রে খবর, স্কুলটির নাম কুমার আশুতোষ ব্রাঞ্চ। পরবর্তী সময়ে স্কুলটি সরে যায়। এলাকাবাসীর কথা অনুযায়ী, করোনার আগেও ওইখানে প্রাথমিক বিদ্যালয় চলত। অভিযোগ, শনিবার দুপুর নাগাদ আচমকা শুরু হয় বাড়ি ভাঙার কাজ। বাড়িটির নিচে রয়েছে প্রায় একশোর উপর দোকান।

Dumdum: দুপুরে আচমকা দমদমে এসে কুমার আশুতোষ (ব্রাঞ্চ) স্কুল ভেঙে দিল পুরসভা!
দমদমে স্কুল গুড়িয়ে দিল পুরসভা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

দমদম: আচমকাই একটি স্কুল বাড়িকে ভেঙে দিল পুরসভা। স্কুলটির তলায় রয়েছে একাধিক দোকান। সেই সকল বিক্রেতার দাবি, কোনও রকম নোটিস ছাড়াই আচমকাই পুরসভা এসে স্কুল বাড়িটি ভেঙে দিয়ে চলে যায় বলে  দমদম স্টেশন সংলগ্ন কলকাতা কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের গণপতি সুর কলোনীর ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, স্কুলটির নাম কুমার আশুতোষ ব্রাঞ্চ। পরবর্তী সময়ে স্কুলটি সরে যায়। এলাকাবাসীর কথা অনুযায়ী, করোনার আগেও ওইখানে প্রাথমিক বিদ্যালয় চলত। অভিযোগ, শনিবার দুপুর নাগাদ আচমকা শুরু হয় বাড়ি ভাঙার কাজ। বাড়িটির নিচে রয়েছে প্রায় একশোর উপর দোকান। জানা যাচ্ছে, শনিবার দুপুরে কলকাতা কর্পোরেশনের একটি ‘বিপজ্জনক বাড়ি’ নোটিস লাগিয়ে শুরু হয় ভাঙার কাজ। এ দিকে, বাড়িটি ভাঙতে শুরু করলে তার নিচে থাকা প্রায় কুড়িটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। দোকানদার ইতু চক্রবর্তী বলেন, “কোনও নোটিস দেওয়া হয়নি। আজই ওরা বিপজ্জনক বাড়ি নোটিস লাগাল, আর আজই ভেঙে দিল। ওদের জিজ্ঞাসা করুন রিসিভ কপি কোথায়? আমার দোকান ভেঙে চুড়ে একশা করে দিয়েছে।”

পুরসভার এক ইঞ্জিনিয়ার বলেন, “নোটিস দেওয়া হয়েছিল। অনেক আগেই নোটিস দেওয়া হয়েছে।” স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৃজন বোসের দাবি, বিনা নোটিশে ভাঙা হলে কর্পোরেশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারও ক্ষতি চায় না।

Next Article