সায়ন্ত ভট্টাচার্য
কলকাতা: বাঘাযতীন, কামারহাটি আর এবার ট্য়াংরা! ক্রিস্টোফার রোডে হেলে পড়ল নির্মীয়মাণ বাড়ি। গতকাল কামারহাটিতে এই রকমভাবেই একটি নির্মীয়মাণ বহুতল হেলে পড়ে। চায়না কোম্পানিকে দিয়ে সোজা করার কাজ শুরু করেছিলেন প্রোমোটার। কিন্তু সোজা করতে গিয়ে আরও হেলে যায় সেটি। আর এবার কলকাতায় ফের ধরা পড়ল একই ছবি।
ঘটনাটি ঘটেছে কলকাতা পৌরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ক্রিস্টোফার রোডে। দেখা যাচ্ছে, সেখানে একটি বহুতল নির্মাণ হচ্ছিল। যেখানে বহুতলটি নির্মিত হচ্ছে, ঠিক তার পাশেই রয়েছে আরও একটি বহুতল। সেখানে বসবাসও করেন লোকজন। যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে পাশের বহুতলটির একেবারে গা ঘেঁষে হেলে গিয়েছে নির্মীয়মাণ বহুতলটি। গ্যাপ নেই বললেই চলে। গোটা ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।
এ প্রসঙ্গে এলাকার কাউন্সিলর সন্দীপন সাহা বলেন, “স্থানীয় সূত্রে খবর আসে বিল্ডিংটি বেঁকে গিয়েছে। আমি সাথে-সাথে বিল্ডিং ডিপার্টমেন্টকে জানাই বিষয়টি। তারা স্পটে গিয়ে পর্যবেক্ষণ করেছে। যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য যা যা করার আমরা করছি। ডিপার্টমেন্ট মেয়রকে জানিয়েছেন কি না আমি বলতে পারব না। বাঘাযতীনের ঘটনার পরও প্রোমোটাররা সতর্ক হচ্ছে না। দু’পয়সা লাভের জন্য এই সব সস্তার কাজ করছে।”