Trinamool Leader: পাইকপাড়ায় প্রতিবাদী মহিলাকে ‘ঘুষি’ প্রভাবশালী তৃণমূল নেতার, উঠছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

Trinamool Leader: কলকাতা পুরসভার এক নম্বর ওয়ার্ডের পর চার নম্বর ওয়ার্ডে প্রোমোটারি নিয়ে গণ্ডগোলের জেরে শাসক নেতা উত্তম হালদারের বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। তা নিয়েই শোরগোল শুরু হয়ে গিয়েছে এলাকার রাজনৈতিক মহলে।

Trinamool Leader: পাইকপাড়ায় প্রতিবাদী মহিলাকে ‘ঘুষি’ প্রভাবশালী তৃণমূল নেতার, উঠছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
শোরগোল এলাকার রাজনৈতিক মহলে Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2024 | 2:51 PM

কলকাতা: মধ্যরাতে প্রোমোটারি নিয়ে বিবাদের জেরে প্রতিবাদী মহিলাকে ঘুষি মারার অভিযোগ এলাকার প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে। বেলগাছিয়া পূর্ব বিধানসভায় প্রোমোটারিরাজ সংক্রান্ত অভিযোগের শেষ নেই। সিঁথির পর পাইকপাড়া। সিঁথির মতোই তৃণমূল বিধায়ক অতীন ঘোষের নাম ভাঙিয়ে দাপাদাপির অভিযোগ এলাকার তৃণমূল নেতার বিরুদ্ধে।  

কলকাতা পুরসভার এক নম্বর ওয়ার্ডের পর চার নম্বর ওয়ার্ডে প্রোমোটারি নিয়ে গণ্ডগোলের জেরে শাসক নেতা উত্তম হালদারের বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। তা নিয়েই শোরগোল শুরু হয়ে গিয়েছে এলাকার রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই চিৎপুর থানায় প্রয়াত তৃণমূল কাউন্সিলর গৌতম হালদারের ভাই উত্তম হালদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। 

ভারতীয় ন্যায় সংহতির ধারায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মারধর, হুমকি, ভীতি প্রদর্শন, সম্মানহানির অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়েরের পর থেকেই অভিযোগকারীর উপর মামলা প্রত্যাহারের চাপ দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঘটনার কথা জানিয়ে পোস্টও করেছেন আক্রান্ত মহিলা। ইতিমধ্যেই উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। 

এফ‌আইআরের পাঁচদিন পর‌েও কেন ব্যবস্থা নিল না পুলিশ, প্রশ্ন আক্রান্তের স্বামীর। অভিযুক্ত উত্তম হালদারের বাড়ি গিয়েও তাঁর দেখা মেলেনি। ফোনে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। টেক্সট মেসেজর‌ও উত্তর দেননি অভিযুক্ত।