Nawsad Siddique: এসএলএসটি চাকরিপ্রার্থীদের উপর পুলিশের আচরণ ‘নৃশংস’, ‘অভব্য’; নিন্দায় সরব আইএসএফ
SLST Job Seekers Agitation: এই ধরনের ঘটনা কোনওভাবেই কাম্য নয় বলে মনে করছেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী।
কলকাতা: সোমবার কলকাতায় এসএসসি দফতরের সামনে বিক্ষোভরত এসএলএসটি চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের ‘নৃশংস’ আচরনের তীব্র নিন্দা জানিয়েছে আইএসএফ। পুলিশ মহিলা চাকরিপ্রার্থীদের সঙ্গেও ‘অভব্য’ আচরণ করেছে বলে অভিযোগ। এই ধরনের ঘটনা কোনওভাবেই কাম্য নয় বলে মনে করছেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী।
আজ ঘটনার ধিক্কার জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে আইএসএফ। সেখানে পুলিশের ভূমিকার নিন্দা করার পাশাপাশি একইসঙ্গে তুমুল সমালোচনায় বিদ্ধ করা হয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারকে। বলা হয়েছে, “মুখে যতই বাগাড়ম্বর করুক, তারা (রাজ্য সরকার) মোটেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। চাকরির নামে বেকার যুবক-যুবতীদের সঙ্গে প্রতারণা করতেও পিছপা হচ্ছে না।”
কয়েকদিন আগে মুর্শিদাবাদের বহরমপুরে চাকরিপ্রার্থীদের ভিড় হঠাতে পুলিশ যে ভূমিকা নিয়েছিল, সেই ঘটনার কথাও আজ ফের একবার স্মরণ করিয়ে দিয়েছে আইএসএফ। বিবৃতিতে বলা হয়েছে, “এসএসসি চাকরিপ্রার্থীরা নিয়োগের জন্য লাগাতার ধরনায় বসছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। সরকার শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছে। উপরন্তু এসএসসি-র নিয়োগে দূর্নীতি ধরা পড়ছে। আদালত ভর্ৎসনা করছে। আমরা এসএলএসটি চাকুরি প্রার্থীদের সঙ্গে পূর্ণ সংহতি জানাচ্ছি।” একইসঙ্গে এসএলএসটি চাকরিপ্রার্থীদের দাবি যাতে অবিলম্বে মেনে নেওয়া হয়, সেই জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে আইএসএফ।
উল্লেখ্য, স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগের দাবিতে সোমবার বিক্ষোভ দেখান স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীরা। এসএসসি দফতরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। এই বিক্ষোভ ঘিরে পুলিশে সঙ্গে তুমুল ধস্তাধস্তির উপক্রম হয়। কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটকও করে বলে অভিযোগ।
অভিযোগ, এদিন আচার্য ভবন পৌঁছনোর আগেই পুলিশ তাদের পথ আটকায়। মিছিল এগোতে বাধা দিলে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পুলিশ কার্যত চ্যাংদোলা করে মহিলা প্রার্থীদের তুলে নিয়ে যায়। টানতে টানতে মহিলা চাকরি প্রার্থীদের প্রিজন ভ্যানে তোলা হয়।
আন্দোলনকারীদের বক্তব্য, ২০১৬ সালে তালিকায় এসএলএসটি উত্তীর্ণ হওয়া সত্ত্বেও এখনও তাঁদের নিয়োগ দেওয়া হয়নি। এমনকী তাঁদের অভিযোগ, মেধা তালিকায় যাঁদের নাম আগে রয়েছে তাঁদের বাদ দিয়ে হাতে গোনা কয়েকজনকে চাকরিতে যোগ দেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।
সম্প্রতি এই স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কালীঘাটেও বিক্ষোভ দেখান। সেখানেও চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। হাজরা মোড় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি যাওয়ার জন্য মিছিল করে বেরিয়েছিলেন চাকরিপ্রার্থীরা।
এদিকে কিছুদিন আগেই রাজ্যের মন্ত্রী হুমায়ূন কবির ও মুর্শিদাবাদ জেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জেলার প্রায় ১২০০ বেকার যুবকের কর্মসংস্থানের কথা বলা হয়। এরপর নির্দিষ্ট দিনে বহরমপুর স্টেডিয়ামে কর্মসংস্থানের জন্য ফর্ম জমা নেওয়া হয়। ফর্ম জমা দিতে মাঠে হাজির হয়েছিলেন মুর্শিদাবাদের প্রায় লক্ষাধিক শিক্ষিত বেকার যুবক। কিন্তু সকাল থেকেই সেই লাইনে দেখা যায় বিশৃঙ্খলা। ফর্ম জমা দেওয়ার আগেই শুরু হয় ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দিতে লাইনের মাঝে লাঠিচার্জ করতে শুরু করেছিল পুলিশ।
আরও পড়ুন : CBSE: নারীবিদ্বেষের অভিযোগ! বিতর্কের মুখে ইংরেজি প্রশ্নের বিতর্কিত অংশ বাদ দিল সিবিএসই