SLST Movement: চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হল চাকরি প্রার্থীদের, আন্দোলনে এসএলএসটি উত্তীর্ণরা
SSC: অভিযোগ, এদিন আচার্য ভবন পৌঁছনোর আগেই পুলিশ তাদের পথ আটকায়। মিছিল এগোতে বাধা দিলে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
এই আন্দোলনকারী জানান, “আমরা নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির জন্য চাকরি প্রার্থী। আমরা ২০১৬ সালে পাশ করেছি। মাননীয়া মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের চাকরি দেবেন। কিন্তু আজও আমাদের চাকরি হয়নি। আমরা তিন দফা আন্দোলন করছি। আজও আমাদের ধরনা চলছে।”
অভিযোগ, এদিন আচার্য ভবন পৌঁছনোর আগেই পুলিশ তাদের পথ আটকায়। মিছিল এগোতে বাধা দিলে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পুলিশ কার্যত চ্যাংদোলা করে মহিলা প্রার্থীদের তুলে নিয়ে যায়। টানতে টানতে মহিলা চাকরি প্রার্থীদের প্রিজন ভ্যানে তোলা হয়। আন্দোলনকারীদের একটাই দাবি, “আমরা নিয়োগ চাই।”
আন্দোলনকারীদের বক্তব্য, ২০১৬ সালে তালিকায় এসএলএসটি উত্তীর্ণ হওয়া সত্ত্বেও এখনও তাঁদের নিয়োগ দেওয়া হয়নি। এমনকী তাঁদের অভিযোগ, মেধা তালিকায় যাঁদের নাম আগে রয়েছে তাঁদের বাদ দিয়ে হাতে গোনা কয়েকজনকে চাকরিতে যোগ দেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।
অপর এক আন্দোলনকারী বলেন, “আমরা ২০১৬ সালে এসএলএসটি স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দিয়েছিলাম। পাশ করি। নবম থেকে দ্বাদশ স্তরের জন্য মেধা পরীক্ষা দিয়ে পাশ করেছি আমরা। এখন আমাদের নিয়োগপত্র দেওয়ার কথা। তা কোনওভাবেই আমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে না।”
আন্দোলনকারীদের বক্তব্য, ” ২০১৯ সালে প্রেস ক্লাবের সামনে গিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছিলেন মেধা তালিকা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। প্রয়োজনে আইন পরিবর্তন করে নেওয়া হবে। অথচ দু’ বছর পার হয়ে গেল, এখনও সুরাহা নেই। ১৮৭ দিন আমরা সল্টলেকের সেন্ট্রাল পার্কে আন্দোলন করেছি। ১০ অগস্ট শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন। কেউ কোনও কথা রাখেনি।”
সম্প্রতি এই স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কালীঘাটেও বিক্ষোভ দেখান। সেখানেও চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। হাজরা মোড় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি যাওয়ার জন্য মিছিল করে বেরিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। এদিকে কালীঘাট মোড়ে পুলিশ তাঁদের সামনে ব্যারিকেড করে। এরপরই রাস্তা আটকে সেখানেই বসে পড়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করুন।
শুধু মুখ্যমন্ত্রী নন, সে সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বাড়ির সামনেও বিক্ষোভ দেখান এই প্রার্থীরা। নিয়োগে স্বচ্ছতার দাবি তুলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে ছিলেন তাঁরা। তাঁদের দাবি ছিল মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও চাকরি মেলেনি। সেই সময় পার্থ চট্টোপাধ্যায় তাঁদের বলেন, যিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নিশ্চই ব্যবস্থা করবেন।