AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jadavpur Lok sabha Election Results 2024: দ্বিতীয় স্থানেও নেই সৃজন, বললেন ‘বিকেলেই পৌঁছে যাব মানুষের কাছে’

Jadavpur Lok sabha Election Results 2024: এই ফলাফল প্রকাশ্যে আসার পরই বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে এসেছে। সিপিএমের পার্টি অফিস ভাঙচুর করার ঘটনা ঘটেছে। সৃজন ভট্টাচার্য এই ফলাফল মাথা পেতে নেওয়ার কথা বলেছেন।

Jadavpur Lok sabha Election Results 2024: দ্বিতীয় স্থানেও নেই সৃজন, বললেন 'বিকেলেই পৌঁছে যাব মানুষের কাছে'
সৃজন ভট্টাচার্যImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jun 04, 2024 | 2:21 PM
Share

কলকাতা: তরুণ ব্রিগেডকে সামনে রেখে লাল আবীর ওড়ানোর আশা দেখেছিল বামেরা। একাধিক কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছিল তরুণ প্রার্থীদের। দাপিয়ে প্রচারও করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ হয়েছে তাঁদের নিয়ে। কিন্তু যাদবপুরের ভোট বাক্সে প্রভাব পড়ল কি না, সেই প্রশ্নই উঠছে বেশ কয়েক রাউন্ড গণনার পর।

দুপুর ২ টো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ১২৯৪৪৬ ভোটে এগিয়ে রয়েছেন। ১ লক্ষের মার্জিনের গণ্ডী পার করে ফেলেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়। দুপুর ২ টো পর্যন্ত হিসেব বলছে তাঁর প্রাপ্ত ভোট ২২৫৬৬৬ ও বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের প্রাপ্ত ভোট ১১৫২৬১।

এই ফলাফল প্রকাশ্যে আসার পরই বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে এসেছে। সিপিএমের পার্টি অফিস ভাঙচুর করার ঘটনা ঘটেছে। সৃজন ভট্টাচার্য এই ফলাফল মাথা পেতে নেওয়ার কথা বলেছেন। TV9 বাংলার মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা বড় লড়াইয়ে নেমেছিলাম। ভোট পাওয়ার লড়াই নয়। প্রথম দিন থেকে আমরা রুটি-কাপড়ের কথা বলে এসেছি। সেটাই বলব। বেশ কিছু জায়গায় গণ্ডগোল হয়েছে। তবে ফলাফল নিয়ে আমার কিছু বলার নেই। সামগ্রিক চিত্র থেকে শিক্ষা নিচ্ছি। কাল থেকে, প্রয়োজন হলে আজ বিকেল থেকেই আবার মানুষের কাছে পৌঁছে যাব।”