Kalyan Banerjee: সৌগতর নাম নিতেই কোর্টেই আইনজীবীকে মারধরের অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
Kalyan Banerjee: মারধর, রক্ত বের হওয়া সব অভিযোগই মিথ্যা, দাবি কল্য়াণের। বলছেন, “ও যে বলছে না মেরেছি, গাল দিয়ে রক্ত বেরিয়েছে, এসব মিথ্যা কথা। মারধর করিনি, আমি শুধু ঠেলে ও গেট পর্যন্ত সরিয়ে দিয়েছি।”

কলকাতা: কাশ্মীর পরিস্থিতির মধ্য়ে আলোচনার মধ্য়েই হঠাৎ উঠে এল সৌগত রায়ের প্রসঙ্গ। বাদানুবাদ শেষ পর্যন্ত গড়াল ধস্তাধস্তিতে। কোর্টেই আইনজীবীকে মারধর করে কলার ধরে খোলা বারান্দা দিয়ে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ আক্রান্ত আইনজীবী অশোক নাথ। অন্যদিকে কল্যাণের সাফ কথা, “আমার নাম নিয়ে গুরুত্ব পেতে চাইছে। আমার নামটাই তো বিরাট ব্যাপার, সপক্ষে-বিপক্ষে যেদিকেই থাকে টিআরপি বাড়ে।”
অন্যদিকে আক্রান্ত আইনজীবীর দাবি, মারের চোটে তাঁর মুখ ফেটে যায়। সব কথাই তিনি পুলিশকে জানিয়েছেন। তবে তাঁর অভিযোগ এখনও এফআইআর হিসাবে এখনও ট্রিট হচ্ছে না বলেই জানাচ্ছেন তিনি। তিনি বলছেন, “ওই আলোচনার সময় ও অন্যান্য সহকর্মীদের জঙ্গি হামলার একটা পরিসংখ্য়ান দিচ্ছিল। নরেন্দ্র মোদীকে নিয়ে যা তা বলছিল। এর মধ্যেই আমি সৌগত রায়ের প্রসঙ্গে কথা বলি। জিজ্ঞেস করি তুমি সৌগত রায়ের মতো একটা বরিষ্ঠ মানুষকে খিস্তি কেন করছ! তখন রেগে গিয়ে ও বলে তুমি সৌগত রায়ের চামচা হয়েছ! আমি তারপরেও প্রতিবাদ করি। তখনই ও উঠে আমাকে মারধর করে। তারপরই আমি হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করি। ওরা বলছে আজকে তদন্ত করে কমপ্লেনটাকে এফআইআর হিসাবে ট্রিট করবে।”
তবে মারধর, রক্ত বের হওয়া সব অভিযোগই মিথ্যা, দাবি কল্য়াণের। বলছেন, “ও যে বলছে না মেরেছি, গাল দিয়ে রক্ত বেরিয়েছে, এসব মিথ্যা কথা। মারধর করিনি, আমি শুধু ঠেলে ও গেট পর্যন্ত সরিয়ে দিয়েছি। ঠেলার সময় জামাটা শুধু ধরেছিলাম।” কিন্তু কোথা থেকে এত কাণ্ড? কল্যাণ বলছেন, “আমি কোর্টে বসেছিলাম। পাকিস্তানের এই ঘটনা নিয়ে কথা বলছিলাম। হঠাৎ দূর থেকে দাঁড়িয়ে ও বলে সৌগত রায়কে নিয়ে আপনি উল্টোপাল্টা কথা বলেছেন কেন? আমি বলি এটা এখানে আলোচনা করার ব্যাপার নাকি! তারপর ও আমাকে নানাভাবে উস্কানি দিতে থাকে। দূর থেকে পিছনে এসে দাঁড়ায়। আমি বলি আমি কেন তোমার সঙ্গে কেন রাজনীতি নিয়ে কথা বলব? তোমার যোগ্যতা কী আছে? উকিল হিসাবেই বা তোমার যোগ্যতা কী? তখন ও বলে আপনি কীভাবে উকিল হয়েছেন আমাদের জানা আছে।”
