AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sealdah Train Cancelled: শিয়ালদহ লাইনে একাধিক ট্রেন বাতিল, তালিকা প্রকাশ করল রেল, পুরীর ট্রেনের সময় বদল

Sealdah Train Cancelled: লোকাল ট্রেন বাতিল হলে সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। তাই আগে থেকেই ঘোষণা করে দিয়েছে রেল। প্রভাব পড়বে দূরপাল্লার ট্রেনেও।

Sealdah Train Cancelled: শিয়ালদহ লাইনে একাধিক ট্রেন বাতিল, তালিকা প্রকাশ করল রেল, পুরীর ট্রেনের সময় বদল
ফাইল ছবিImage Credit: PTI
| Edited By: | Updated on: Jun 19, 2025 | 9:20 PM
Share

কলকাতা: ফের ট্রেন বাতিলের ঘোষণা শিয়ালদহ ডিভিশনে। ডাউন মেইন লাইনে বন্ধ থাকবে ট্রেন চলাচল। আগামী ২১ জুন অর্থাৎ শনিবার থেকে বন্ধ থাকবে রেল পরিষেবা। নিত্যযাত্রীদের সুবিধার্থে আগেভাগেই সে কথা ঘোষণা করে দিয়েছে রেল। কোন কোন ট্রেন বাতিল থাকছে, সেই তালিকাও প্রকাশ করা হয়েছে।

আগামী ২১ জুন রাত ১০টা ৫০ মিনিট থেকে ২২ জুন সকাল ৫টা ৫০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। রক্ষণাবেক্ষণের কাজের জন্য পাওয়ার ব্লক করা হবে। সেই কারণেই একটানা সাত ঘণ্টা কোনও ট্রেন চলবে না দমদম জংশন স্টেশন থেকে ডাউন মেইন লাইনে।

কোন কোন ট্রেন বাতিল থাকছে, দেখে নিন

২১ জুন শনিবার

বাতিল থাকছে শিয়ালদহ-বনগাঁ রুটের আপ ৩৩৮৬১, ডাউন ৩৩৮৬৩ ও ৩৩৮৬০ ট্রেন।

বাতিল থাকছে শিয়ালদহ-ডানকুনি লাইনের আপ ৩২২৪৭, ৩২২৪৯, ডাউন ৩২২৫০ ও ৩২২৫২ ট্রেন।

বাতিল থাকছে শিয়ালদহ-বারুইপাড়া রুটের আপ ৩২৪১৩ ও ডাউন ৩২৪১৪ ট্রেন।

২২ জুন, রবিবার

বাতিল থাকবে শিয়ালদহ-ডানকুনি লাইনের আপ ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ডাউন ৩২২১২, ৩২২১৪ ও ৩২২১৭ ট্রেন।

বাতিল থাকছে শিয়ালদহ-বনগাঁ রুটের আপ ৩৩৮১১, ৩৩৮১৩, ডাউন ৩৩৮১৬, ৩৩৮২২ ট্রেন।

বাতিল থাকছে শিয়ালদহ- হাসনাবাদ রুটের আপ ৩৩৫১১, ডাউন ৩৩৫১২ লোকাল।

বাতিল থাকছে শিয়ালদহ-বারাসত রুটের আপ ৩৩৪৩১ ট্রেন।

বাতিল থাকছে শিয়ালদহ- নৈহাটি লাইনের আপ ৩১৪১১, ডাউন ৩১৪১২ লোকাল ট্রেন।

বাতিল থাকছে শিয়ালদহ-হাবরা আপ ৩৩৬৫১ ও ডাউন ৩৩৬৫২ লোকাল ট্রেন।

বাতিল থাকছে শিয়ালদহ- কল্যাণী সীমান্ত আপ ৩১৩১১, ডাউন ৩১৩১২ লোকাল।

বাতিল থাকছে শিয়ালদহ-দত্তপুকুর লাইনের ডাউন ৩৩৬১২ লোকাল।

যে সব ট্রেনের সময় বদলে যাচ্ছে-

২১ জুন, শনিবার ডাউন পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস সন্ধ্যা ৭টা ৪৫-এর বদলে রাত ১০টা ১৫ মিনিটে ছাড়বে।

২১ জুন, শনিবার ডাউন বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ডানকুনি-শিয়ালদহ লাইনের বদলে ব্যান্ডেল-নৈহাটি-শিয়ালদহ লাইন দিয়ে যাবে। এটি বেলঘরিয়া স্টেশনে দাঁড়াবে।

২১ জুন, ডাউন হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেইল ডানকুনি-শিয়ালদহ রুটের বদলে ব্যান্ডেল-নৈহাটি-শিয়ালদহ লাইন দিয়ে যাবে।

২২ জুন, রবিবার ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল ট্রেন দমদম থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে।