Who Is Arpieta Mukherjee: পার্থ ঘনিষ্ঠ অর্পিতাই এসএসসি দুর্নীতির ফান্ড ম্যানেজার?

TV9 Bangla Digital | Edited By: সৌরভ পাল

Jul 23, 2022 | 7:39 PM

এই বিপুল পরিমাণ টাকার 'সোর্স অব ইনকাম' কী, অর্পিতার কাছে প্রশ্ন গোয়েন্দাদের। তবে কোনও সদুত্তর পাওয়া যায়নি। সূত্রের খবর একাধিকবার বয়ান বদল করেছেন অর্পিতা।

কলকাতা: কুকুর পোষার জন্য টাকা দিচ্ছেন বিশিষ্ট ব্যক্তি! এসএসসি তদন্তের মামলায় এই টাকার উৎস কী, জানতে চেয়েছিলেন খোদ বিচারপতি। ঘটনাচক্রে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেও রয়েছে ১২ থেকে ১৫টি ভিন্ন প্রজাতির কুকুর। প্রসঙ্গত, শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ অর্পিতা মুখার্জির বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকরা। তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ২০ কোটি টাকা। এই বিপুল পরিমাণ টাকার ‘সোর্স অব ইনকাম’ কী, অর্পিতার কাছে প্রশ্ন গোয়েন্দাদের। তবে কোনও সদুত্তর পাওয়া যায়নি। সূত্রের খবর একাধিকবার বয়ান বদল করেছেন অর্পিতা।

শুধু ২০ কোটি টাকাই নয়, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০টি মোবাইল ফোনও। এখন প্রশ্ন কে এই অর্পিতা, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কী ভূমিকা ছিল তাঁর? ওয়াকিবহালমহলের একাংশ মনে করছে, সিংহভাগ আর্থিক কেলেঙ্কারিতে এক জন ফান্ড ম্যানেজারের হাত ধরেই টাকার বণ্টন হত। কয়লা কেলেঙ্কারির ক্ষেত্রে যেমন বিনয় মিশ্র ছিলেন সেই লিঙ্কম্যান। এসএসসি দুর্নীতির ক্ষেত্রে এই অর্পিতাই সেই কাজ করেছেন কি না, সেটাই অনুসন্ধান করছে ইডি।

মন্ত্রী ঘনিষ্ঠের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধারের ঘটনায় তৃণমূলকে একযোগে বিঁধেছে সিপিআইএম এবং বিজেপি। অপরাধীকে খুঁজে বার করা হোক, এই দাবি জানিয়েছেন রাজ্য বিজেপির মুখাপাত্র শমীক ভট্টাচার্য। সুজন চক্রবর্তীর বক্তব্য, “ছেলেমেয়েরা বিপদে আর এরা ফুর্তি করে বেরাচ্ছেন। এটা চলতে পারে না, অপরাধীদের শাস্তি হবেই।”

Published on: Jul 23, 2022 06:18 PM