Saumitra-Sujata: ও একটা জোকার, বিধবাদের হোটেলে নিয়ে গিয়ে ভোগ করে: বিস্ফোরক সুজাতা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 23, 2022 | 7:15 PM

Sujata Mondal: এবার সৌমিত্রকে 'জোকার' বলে চরম কটাক্ষ করলেন এককালে তাঁর জীবনসঙ্গী সুজাতা মণ্ডল।

Follow Us

কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির খবর পাওয়ার পরই পুজো করতে বসেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সারদা দেবীর কাছে তাঁকে প্রার্থনা করতে দেখা গিয়েছে। বাংলাকে যাতে বাঁচানো যায়, সেই প্রার্থনা করেছেন পূজা করে। হাত জোড় করে বলেছেন, ‘বাংলাকে বাঁচাও মা, বাংলাকে বাঁচাও…ইডি-কে শক্তি দাও…’। তবে কেবল পুজো করেই ক্ষান্ত হননি বিষ্ণুপুরের সাংসদ। তিনি তাঁর এই গোটা পুজার্চনা ক্যামেরাবন্দিও করেছেন। আর সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে সৌমিত্রর প্রার্থনার ভঙ্গির নাটকীয়তা অনেকের নজর কেড়েছে। আর এই নিয়েই এবার সৌমিত্রকে ‘জোকার’ বলে চরম কটাক্ষ করলেন এককালে তাঁর জীবনসঙ্গী সুজাতা মণ্ডল। শুধু তাই নয়, এর পাশাপাশি বিজেপি সাংসদকে ‘প্রচারলোভী মাতাল’ বলেও আক্রমণ করেন সুজাতা।

সৌমিত্রর পূজার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই টিভি নাইন বাংলাকে সুজাতা বলেন, “তিনি (সৌমিত্র) অন্যের দিকে আঙুল তুলছেন? নিজের চরিত্রটা কি তিনি দেখেন? তিনি যে বিভিন্ন নারীসঙ্গে জড়িত, দুই-তিন বছর আগেও তাঁর কিছু ছিল না। এখন তিনি একাধিক বিলাসবহুল সম্পত্তির মালিক। বিলাসিতার জীবন।” সঙ্গে এই প্রশ্নও তোলেন যে একজন সাংসদ কত টাকা বেতন পান যে তিনি এমন বিলাসিতার জীবন কাটাতে পারেন? নিউটাউনে সৌমিত্রর একটি বিলাসবহুল ফ্ল্যাটও রয়েছে বলে দাবি সুজাতার। শুধু নিউটাউনেই নয়, দিল্লি, কলকাতা, বাঁকুড়া, বিষ্ণুপুরেও ফ্ল্যাট-জমি রয়েছে বলে দাবি সাংসদের প্রাক্তন স্ত্রীর। এত বাড়ি-গাড়ি-সম্পত্তি কোথা থেকে আসছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

সৌমিত্রের বিরুদ্ধে আরও সুর চড়িয়ে তিনি বলেন, “বহু নারী সঙ্গ রয়েছে। তিনি বিভিন্ন জনের স্ত্রীকে বা কোনও বিধবা মহিলাকে বা বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়া কোনও মহিলাকে ফাঁসিয়ে ভোগ করেন এবং বিভিন্ন হোটেলে যান।” কোন কোন এলাকায় সেই হোটেল, সেই কথাও উল্লেখ করেন তিনি। ওই হোটেলগুলিতে মহিলাদের নিয়ে যান বিজেপি সাংসদ, এমনই বিস্ফোরক দাবি করেন সুজাতা মণ্ডল।

এ তো গেল ব্যক্তিগত জীবনের কথা। এছাড়া সৌমিত্রর রাজনৈতিক গতিবিধি নিয়েও প্রশ্ন তোলেন তাঁর প্রাক্তন স্ত্রী। বলেন, বিজেপিতে উনি অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন এবং তৃণমূলে ফেরার জন্য সবরকম চেষ্টা করে গিয়েছেন। তৃণমূল ঘোষণা করে দিয়েছে যে ওঁকে নেবে না। বিজেপিতেও উনি বুঝে গিয়েছেন, উনি অপ্রাসঙ্গিক। তাই এইভাবে অন্যকে নিয়ে হাসাহাসি করছেন।” সেই সঙ্গে প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দেন সৌমিত্রকে। বলেন, “কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে না তো? উনি আবার অন্যকে নিয়ে হাসছেন। ওনার দুর্নীতিগুলো আবার বেরিয়ে আসবে না তো?”

সুজাতা মণ্ডলের প্রতিক্রিয়ার পর TV9 বাংলা ডিজিটালের তরফে যোগাযোগ করা হয়েছিল সাংসদ সৌমিত্র খাঁর সঙ্গেও। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ সুজাতা করেছেন, সেই প্রসঙ্গে সাংসদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তবে সুজাতার ‘কেঁচো খুড়তে কেউটে’ বেরোনোর হুঁশিয়ারির বিষয়ে সৌমিত্র বলেন, “কেউটে বেরোক না। যে যা বলছে বলুক। বাচ্চা, রাজনীতি করতে এসেছে”।

দেখুন ভিডিয়ো:

কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির খবর পাওয়ার পরই পুজো করতে বসেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সারদা দেবীর কাছে তাঁকে প্রার্থনা করতে দেখা গিয়েছে। বাংলাকে যাতে বাঁচানো যায়, সেই প্রার্থনা করেছেন পূজা করে। হাত জোড় করে বলেছেন, ‘বাংলাকে বাঁচাও মা, বাংলাকে বাঁচাও…ইডি-কে শক্তি দাও…’। তবে কেবল পুজো করেই ক্ষান্ত হননি বিষ্ণুপুরের সাংসদ। তিনি তাঁর এই গোটা পুজার্চনা ক্যামেরাবন্দিও করেছেন। আর সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে সৌমিত্রর প্রার্থনার ভঙ্গির নাটকীয়তা অনেকের নজর কেড়েছে। আর এই নিয়েই এবার সৌমিত্রকে ‘জোকার’ বলে চরম কটাক্ষ করলেন এককালে তাঁর জীবনসঙ্গী সুজাতা মণ্ডল। শুধু তাই নয়, এর পাশাপাশি বিজেপি সাংসদকে ‘প্রচারলোভী মাতাল’ বলেও আক্রমণ করেন সুজাতা।

সৌমিত্রর পূজার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই টিভি নাইন বাংলাকে সুজাতা বলেন, “তিনি (সৌমিত্র) অন্যের দিকে আঙুল তুলছেন? নিজের চরিত্রটা কি তিনি দেখেন? তিনি যে বিভিন্ন নারীসঙ্গে জড়িত, দুই-তিন বছর আগেও তাঁর কিছু ছিল না। এখন তিনি একাধিক বিলাসবহুল সম্পত্তির মালিক। বিলাসিতার জীবন।” সঙ্গে এই প্রশ্নও তোলেন যে একজন সাংসদ কত টাকা বেতন পান যে তিনি এমন বিলাসিতার জীবন কাটাতে পারেন? নিউটাউনে সৌমিত্রর একটি বিলাসবহুল ফ্ল্যাটও রয়েছে বলে দাবি সুজাতার। শুধু নিউটাউনেই নয়, দিল্লি, কলকাতা, বাঁকুড়া, বিষ্ণুপুরেও ফ্ল্যাট-জমি রয়েছে বলে দাবি সাংসদের প্রাক্তন স্ত্রীর। এত বাড়ি-গাড়ি-সম্পত্তি কোথা থেকে আসছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

সৌমিত্রের বিরুদ্ধে আরও সুর চড়িয়ে তিনি বলেন, “বহু নারী সঙ্গ রয়েছে। তিনি বিভিন্ন জনের স্ত্রীকে বা কোনও বিধবা মহিলাকে বা বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়া কোনও মহিলাকে ফাঁসিয়ে ভোগ করেন এবং বিভিন্ন হোটেলে যান।” কোন কোন এলাকায় সেই হোটেল, সেই কথাও উল্লেখ করেন তিনি। ওই হোটেলগুলিতে মহিলাদের নিয়ে যান বিজেপি সাংসদ, এমনই বিস্ফোরক দাবি করেন সুজাতা মণ্ডল।

এ তো গেল ব্যক্তিগত জীবনের কথা। এছাড়া সৌমিত্রর রাজনৈতিক গতিবিধি নিয়েও প্রশ্ন তোলেন তাঁর প্রাক্তন স্ত্রী। বলেন, বিজেপিতে উনি অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন এবং তৃণমূলে ফেরার জন্য সবরকম চেষ্টা করে গিয়েছেন। তৃণমূল ঘোষণা করে দিয়েছে যে ওঁকে নেবে না। বিজেপিতেও উনি বুঝে গিয়েছেন, উনি অপ্রাসঙ্গিক। তাই এইভাবে অন্যকে নিয়ে হাসাহাসি করছেন।” সেই সঙ্গে প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দেন সৌমিত্রকে। বলেন, “কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে না তো? উনি আবার অন্যকে নিয়ে হাসছেন। ওনার দুর্নীতিগুলো আবার বেরিয়ে আসবে না তো?”

সুজাতা মণ্ডলের প্রতিক্রিয়ার পর TV9 বাংলা ডিজিটালের তরফে যোগাযোগ করা হয়েছিল সাংসদ সৌমিত্র খাঁর সঙ্গেও। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ সুজাতা করেছেন, সেই প্রসঙ্গে সাংসদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তবে সুজাতার ‘কেঁচো খুড়তে কেউটে’ বেরোনোর হুঁশিয়ারির বিষয়ে সৌমিত্র বলেন, “কেউটে বেরোক না। যে যা বলছে বলুক। বাচ্চা, রাজনীতি করতে এসেছে”।

দেখুন ভিডিয়ো:

Next Article