কলকাতা: কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। সূত্রের খবর, মৃতের নাম প্রসেনজিৎ হালদার। তিনি ক্রীড়াঙ্গনের সিকিউরিটি সুপার ভাইজার ছিলেন। রবিবার রাতে স্টেডিয়ামের ভিতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, ক্যানিয়ের গোলাবাড়ির বাসিন্দা প্রসেনজিৎ প্রায় ৩ বছর ধরে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে কর্মরত ছিলেন। কলকাতাতে থেকেই কাজ করতেন তিনি। তাঁর সহকর্মীদের থেকে জানা যাচ্ছে, বাড়িতে বিশেষ যাতায়ত ছিল না প্রসেনজিতের।
ঘটনার পর প্রসেনজিতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ ফোনে দিদির সঙ্গে কথা বলেন প্রসেনজিৎ। তাঁর এক বিশেষ বান্ধবী রয়েছেন। তাঁর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে তিনি কথা বলেন বলে পরিবারের দাবি। সম্প্রতি বান্ধবীর সঙ্গে কিছু সমস্যা হচ্ছিল প্রসেনজিতের। দীর্ঘদিনের সম্পর্কে অশান্তি দানা বেঁধেছিল। তা নিয়ে মানিসক অবসাদে ভুগছিলেন প্রসেনজিৎ। পরিবার সূত্রে অন্তত তেমনটাই জানা যাচ্ছে।
সোমবার সকালে ক্রীড়াঙ্গনের কর্মীরা মাঠে গিয়ে প্রসেনজিতকে ঝুলন্ত অবস্থায় দেখেন। তারপর সার্ভে পার্ক থানায় খবর দেন। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রথমিক ভাবে আত্মহত্যা বলেই অনুমান পুলিশের। সম্পর্কের টানাপোড়েন থেকে কি এই সিদ্ধান্ত, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রসেনজিতের বাকি বন্ধুদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। তদন্তকারীদের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। প্রসেনজিতের ওই বান্ধবীর সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।