AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Bus Service: তৃণমূলের নামে দাদাগিরি! কলকাতার গুরুত্বপূর্ণ রুটে তিনদিনের জন্য বন্ধ বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

Kolkata Bus Service: মূলত, বিমানবন্দর থেকে বাগুইআটি, কেষ্টপুর, চিনারপার্ক এবং কাঁকুরগাছি এলাকা হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত যাতায়াত করে থাকে এই বাসগুলি। দিনে কমপক্ষে কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন এই রুটে।

Kolkata Bus Service: তৃণমূলের নামে দাদাগিরি! কলকাতার গুরুত্বপূর্ণ রুটে তিনদিনের জন্য বন্ধ বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা
প্রতিবাদে বাস মালিকরাImage Credit: ফাইল চিত্র
| Edited By: | Updated on: Feb 28, 2025 | 2:20 PM
Share

নিউটাউন: তৃণমূল নেতার দাদাগিরির জের। ক্ষেপে গিয়ে তিনদিনের জন্য ৪৬ বাসরুট সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত একাংশের বাস মালিকের। যার জেরে রীতিমতো ভোগান্তির মুখে পড়তে চলেছে যাত্রীরা। জানা গিয়েছে, ৪৬, ৪৬এ, ৪৬বি-সহ মোট তিনটি রুটের একাধিক বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাস সিন্ডিকেটের একাংশ।

মূলত, বিমানবন্দর থেকে বাগুইআটি, কেষ্টপুর, চিনারপার্ক এবং কাঁকুরগাছি এলাকা হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত যাতায়াত করে থাকে এই বাসগুলি। দিনে কমপক্ষে কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন এই রুটে। ফলত তিনদিনের জন্য বাস পরিষেবায় কোপ পড়ায় চরম সমস্যা মুখে পড়বেন নিত্যযাত্রীরা, মত একাংশের।

কিন্তু হঠাৎ করেই কেন সাময়িক ভাবে বাসরুট বন্ধের ঘোষণা করল সিন্ডিকেটের একাংশ? তাদের অভিযোগ, স্থানীয় এক তৃণমূল নেতার দাদাগিরির জেরেই সাময়িকভাবে বন্ধ হচ্ছে এই বাসরুট। ক্রমাগত, বাস চালক, কনডাক্টরদের নাকি তৃণমূলের নামে ভয় দেখান সেই নেতা। এমনকি, তোলাবাজিও চালান তিনি, অভিযোগ সিন্ডিকেটের একাংশের। তবে এই সমস্ত দাবিকেই কিন্তু নস্য়াৎ করেছেন সেই স্থানীয় শাসকনেতা।

উল্লেখ্য, এই ঘটনার প্রসঙ্গে এক বাস মালিক সংগঠনের নেতা টিটু সাহা জানাচ্ছেন, ‘যে ঘটনাই ঘটে থাকুক না কেন, বাস পরিষেবা অব্যাহত রাখতে হবে। দাবি-দাওয়া থাকছে, থাকবে, কিন্তু বাস বন্ধ করলে সাধারণ মানুষ অসুবিধায় পড়বে।’