Christmas 2024: শীত হতাশ করলেও কলকাতায় পুরোদমে বড়দিনের আমেজ, ইকোপার্কে একদিনে বুক হল ৪০ হাজার টিকিট

Ranjit Dhar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 22, 2024 | 10:18 PM

Christmas 2024:নিউটাউনের ইকোপার্ক পর্যটক অন্যতম পছন্দের জায়গা। সারা বছরই টুকটাক ভিড় থাকে। গোটা বছর জুড়েই দর্শকদের আনাগোনা হয়। তবে এখন শীতের মরশুম। আর একদিনের পিকনিকের জন্য ইকোপার্কের থেকে ভাল কোনও জায়গা আর কী বা হতে পারে।

Christmas 2024: শীত হতাশ করলেও কলকাতায় পুরোদমে বড়দিনের আমেজ, ইকোপার্কে একদিনে বুক হল ৪০ হাজার টিকিট
ইকো পার্ক
Image Credit source: Samir Jana/HT via Getty Images

Follow Us

কলকাতা: ছুটির মরশুম। আর কয়েকদিন  পরই বড়দিন। তারপর বর্ষবরণ। প্রতিবছরের মতো আস্তে-আস্তে ভিড় বাড়তে শুরু করেছে কলকাতার দর্শনীয় স্থানগুলিতে। ইতিমধ্যেই আলো দিয়ে সেজে উঠেছে পার্কস্ট্রিট। আলোতে সাজতে শুরু করেছে গীর্জাগুলিও। আগে বড়দিনের আগের থএকে জমায়েত শুরু হলেও এখন পরিস্থিতি পাল্টেছে। ২৫শে ডিসেম্বরের আগে থেকেই কলকাতার জায়গায়-জায়গায় ভিড় বাড়তে শুরু করেছে।

এ দিকে, পার্কস্ট্রিটমুখী গাড়ির গতি নিয়ন্ত্রণ শুরু করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। কারণ, রবিবার থেকেই মানুষের ঢল বেরিয়েছে রাস্তায়। ভিড় রয়েছে এসপ্ল্যানেডেও। এছাড়াও সেন্ট্রাল, সেন্ট পলস, ভিক্টোরিয়া মতো জায়গাগুলিতে জমায়েত হচ্ছে মানুষের। তবে শুধু মধ্য কলকাতা নয়। ভিড় বাড়ছে ইকোপার্কেও।

নিউটাউনের ইকোপার্ক পর্যটক অন্যতম পছন্দের জায়গা। সারা বছরই টুকটাক ভিড় থাকে। গোটা বছর জুড়েই দর্শকদের আনাগোনা হয়। তবে এখন শীতের মরশুম। আর একদিনের পিকনিকের জন্য ইকোপার্কের থেকে ভাল কোনও জায়গা আর কী বা হতে পারে। তারপর আজ ছিল বড় দিনের আগের রবিবার। কাতারে-কাতারে মানুষ বেরিয়ে পড়েছেন ইকোপার্কের জন্য। কর্তৃপক্ষ জানাচ্ছে, আজ অফলাইনে ৩৪ হাজার ৫৪০,
অনলাইনে ৫ হাজার ৩৪০ টিকিট বুকিং হয়েছে।

Next Article