রাষ্ট্রপতির সঙ্গে আজ সস্ত্রীক সাক্ষাত, তবে রাজ্যপালকে এখনও সময় দেননি স্বরাষ্ট্রমন্ত্রী-প্রধানমন্ত্রী
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতে চেয়েছেন রাজ্যপাল। তবে এখনও সময় পাননি তিনি।
নয়া দিল্লি: আজ, বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ramnath Kivind) সঙ্গে দেখা করতে যাবেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)। বেলা সাড়ে ১১টা নগাদ সস্ত্রীক রাষ্ট্রপতি ভবনে যাবেন রাজ্যপাল।
Governor WB Shri Jagdeep Dhankhar along with Smt Sudesh Dhankhar will call on President of India Hon’ble Shri Ram Nath Kovind and First Lady Smt. Savita Kovind at Rashtrapati Bhawan @rashtrapatibhvn today at 11.30 am.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 17, 2021
মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দিল্লি যাওয়ার পরেই কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। তারপর কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে লক্ষ্যণীয়ভাবে বুধবার দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরও সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে কিছুই বলতে চাননি রাজ্যপাল। বৈঠকে আলোচ্য বিষয় নিয়েও মুখ খোলেননি তিনি। সংবাদমাধ্যমকে দেখে হাত জোড় করে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন রাজ্যপাল। অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন রাজ্যপাল।
বাংলার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতে চেয়েছেন রাজ্যপাল। তবে এখনও সময় পাননি তিনি। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে এখনও সময় দেননি। ফলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ধনখড় আদৌ বৈঠক করতে পারবেন কিনা, তা নিয়েই সংশয় দেখা দিয়েছে। মন্ত্রিসভা চলায় ব্যস্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে, যাওয়ার আগে অবশ্য ফের একবার পত্রবোমা ছুড়েছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশে।
মঙ্গলবারই মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি দিয়েছেন রাজ্যপাল। তিনি লিখেছেন, “স্বাধীনতার পর থেকে রাজ্যে এমন সন্ত্রাস হয়নি। নারীদের ওপর অত্যাচার হচ্ছে। রাজ্যের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বারবার বলা সত্ত্বেও মুখ্যমন্ত্রী নীরব।” তাঁর বক্তব্য, হিংসা নিয়ে অবিলম্বে মন্ত্রিসভায় আলোচনা করতে হবে, হিংসা বন্ধে ব্যর্থতার জন্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সিবিআই দফতরে মুখ্যমন্ত্রীর ধরনার নিন্দাতেও সরব হয়েছেন রাজ্যপাল।
আরও পড়ুন: ‘ছেলে হয়ে বলতে আমার কষ্ট হয়…’ শেষমেশ সন্তানের চরম কটাক্ষের মুখে শোভন!
আগামী তিন দিন দিল্লির দিকে তাকিয়ে থাকবে কলকাতা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজ্যপালের পরবর্তী পদক্ষেপের ওপর বঙ্গ রাজনীতির গতিপ্রকৃতি নির্ভর করছে।