Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পদ্ম শিবিরে কৈলাস-কাঁটা! রাজ্য বিজেপির বৈঠকেও অনুপস্থিতি নিয়ে জোর জল্পনা

সূত্রের খবর, সেই বৈঠকে নাও থাকতে পারেন কৈলাস। এই বৈঠকে থাকবেন শিবপ্রকাশ, অরবিন্দ মেনন। এই বৈঠকে আলিপুরদুয়ারের জেলা সভাপতির নাম ঠিক হবে।

পদ্ম শিবিরে কৈলাস-কাঁটা! রাজ্য বিজেপির বৈঠকেও অনুপস্থিতি নিয়ে জোর জল্পনা
(ফাইল চিত্র)
Follow Us:
| Updated on: Jun 23, 2021 | 8:25 AM

কলকাতা: রাজ্য বিজেপির ভার্চুয়াল বৈঠকে কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijayvargiya) না থাকার সম্ভাবনা। ২৯ তারিখ ভার্চুয়াল বৈঠক হবে রাজ্য বিজেপির। সূত্রের খবর, সেই বৈঠকে নাও থাকতে পারেন কৈলাস। এই বৈঠকে থাকবেন শিবপ্রকাশ, অরবিন্দ মেনন। মূলত এই বৈঠকে আলিপুরদুয়ারের জেলা সভাপতির নাম ঠিক হবে। কিন্তু কেন কৈলাস থাকছেন না, সেটাই প্রধাণত রাজনৈতিক সচেতকদের ভাবাচ্ছে।

উল্লেখ্য, ভোটে বিজেপির ভরাডুবির পর থেকেই রাজ্যে ফেরেননি কৈলাস। ২৯ তারিখের বৈঠকেও তাঁর অনুপস্থিতির সম্ভাবনার খবরে জোর জল্পনা শুরু হয়েছে। কিছুদিন আগেই ‘TMC Setting Master’ কৈলাসের বিরুদ্ধে কলকাতার বিভিন্ন জায়গায় পোস্টার পড়ে। বিজেপির কার্যালয়ের বাইরে পড়েছিল একাধিক পোস্টার। তাতে লেখা ছিল, ‘গো ব্যাক…’

লক্ষ্যণীয়ভাবে পোস্টারে আবার মুকুল রায়ের সঙ্গে কৈলাসের ছবিও ছিল। ব্যানারের নীচে লেখা ছিল ‘TMC Setting Master’। ৬ নম্বর মুরলিধর লেনে রাজ্য বিজেপির পার্টি অফিসের এরকম বড় বড় তিনটে ব্যানার পড়ে। তবে শুধু এখানেই নয়, পোস্টার পড়েছে এয়ারপোর্ট, হেস্টিংস কার্যালয়ের বাইরেও।

তারও সপ্তাহ খানেক আগে একটি বিজেপি কর্মীর টুইটকে হাতিয়ার করে কৈলাসের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেতা তথাগত রায়।মুকুলের দলছাড়া নিয়ে ঘুরিয়ে বিঁধেছিলেন কৈলাস বিজয়বর্গীয়কে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক বিজেপি কর্মীর টুইট। সেখানে ওই কর্মী কৈলাস বিজয়বর্গীয়কেও তৃণমূলে নিয়ে যাওয়ার কথা বলেন। মুকুলের তৃণমূলের প্রত্যাবর্তনের পরই কৈলাস বিজয়বর্গীয়ের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন অনেক বিজেপি নেতাই। এবার কৈলাসকে ‘বোকা বিড়াল’ বলে তোপ দাগেন তিনি।

আরও পড়ুন: ‘বাংলা ভাগের উস্কানি,’ সৌমিত্র ও জন বার্লার বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ

বিজেপিতে মুকুল রায়ের সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র অত্যন্ত গভীর সম্পর্কের কথা বঙ্গ রাজনীতির সচেতকদের কাছে স্পষ্ট। মুকুল রায় এখন বিজেপি অন্দরে সবচেয়ে বড় কাঁটা! এখন মুকুল দল ছাড়ার পর বিজেপি অন্দরেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কৈলাসকে নিয়ে দল অন্দরে ক্ষোভ চড়ছে, এই পোস্টার তার প্রমাণ, বলছেন বিশ্লেষকরা। মুকুলের তৃণমূল প্রত্যাবর্তনের পর থেকেই কৈলাস কাঁটায় বিঁধছে কোমল শিবির।