AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Marathon: ভারতীয় প্যারা অ্যাথলিটদের সাহায্য করতে আসছে কলকাতা ম্যারাথন ‘চলো দৌড়াই’

Running Competition: একদিন একটি ছোট্ট ট্রায়াল রান থেকে শুরু হয়েছিল ম্যারাথন। তাই আজ সময়ের সঙ্গে পরিণত হয়েছে মহীরুহে। হয়ে উঠেছে কলকাতার অন্যতম প্রধান 'রানিং ফেস্টিভ্যাল'। এক দশকের সহনশীলতা, ঐক্য আর সামাজিক চেতনার প্রতীক 'চলো দৌড়াই'।

Kolkata Marathon: ভারতীয় প্যারা অ্যাথলিটদের সাহায্য করতে আসছে কলকাতা ম্যারাথন 'চলো দৌড়াই'
| Updated on: Sep 07, 2025 | 2:35 PM
Share

JBG গ্রুপ আয়োজন করতে চলেছে তাদের কলকাতা ম্যারাথনের দশম সংস্করণ। শুরু হয়ে গিয়েছে সেই ম্যারাথনে নিবন্ধনও। একদিন একটি ছোট্ট ট্রায়াল রান থেকে শুরু হয়েছিল ম্যারাথন। তাই আজ সময়ের সঙ্গে পরিণত হয়েছে মহীরুহে। হয়ে উঠেছে কলকাতার অন্যতম প্রধান ‘রানিং ফেস্টিভ্যাল’। এক দশকের সহনশীলতা, ঐক্য আর সামাজিক চেতনার প্রতীক ‘JBG কলকাতা ম্যারাথন ২০২৫’। এই মন্ত্র নিয়ে ২০২৫ সংস্করণ এবার ঐতিহাসিকভাবে স্থানান্তরিত হচ্ছে রেড রোড, ময়দানে।

ফিটনেস আইকন মিলিন্দ সোমান এবং তাঁর স্ত্রী অঙ্কিতা কোনোয়ার এবারও থাকছেন এই ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে। তাঁদের উপস্থিতি আরও বহু মানুষকে ফিটনেসের দিকে নজর দিতে উদবুধ করবে বলেই ধারণা।

এখানেই শেষ নয়, এই ম্যারাথনের আয় থেকে সংগৃহীত অর্থ যাবে ভারতীয় প্যারা অ্যাথলিটদের সহায়তায় বলে জানিয়েছে সংস্থা। যারা আগামী ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (২৭ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫, নয়াদিল্লি) দেশকে প্রতিনিধিত্ব করবেন। তাই ৩০ নভেম্বর, কলকাতা দৌড়াবে শুধু স্বাস্থ্য আর আনন্দের জন্য নয়, বরং নিজের প্যারা অ্যাথলিটদের জন্যও। নিজের দেশের জন্যও।

এই মাইলফলক সংস্করণকে স্মরণীয় করতে, সংস্থা প্রথমবারের মতো চালু করছে ২১.১ কিমি হাফ ম্যারাথন। আর থাকছে –

এলিট ১০K ক্যাটগরি – আমন্ত্রণ/যোগ্যতা ভিত্তিক পেশাদার দৌড়।

হাফ ম্যারাথন (২১.১ কিমি) – ১৮ বছরের বেশি দৌড়বিদদের জন্য উন্মুক্ত বিভাগ।

ওপেন ১০K – ১৩ বছরের বেশি বয়সী অ্যামেচার দৌড়বিদদের জন্য টাইমড দৌড়।

৫K – ফিলস লাইক জয় রান – ১৩ বছরের বেশি বয়সীদের জন্য নন-টাইমড, মজার দৌড়।

স্পেশাল হিরোজ ৩K – প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নন-টাইমড দৌড়।

কসপ্লে রান – মজার দৌড় যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের প্রিয় চরিত্রের সাজে অংশ নেবেন।