AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Metiabruz: মেটিয়াবুরুজের রাস্তায় ট্যাক্সি থামিয়ে লুঠপাট! ছিনতাই ২ লাখ টাকা

Kolkata Police: গতকাল বিহার থেকে আসার পর হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি ভাড়া করেছিলেন তিনি। রামকুমার রায় নামে ওই ব্যবসায়ীর সঙ্গে আরও চার বন্ধু ছিলেন। মাঝরাস্তায় মেটিয়াবুরুজের আকরা রোডে ন্যাশনাল আই কেয়ারের কাছে চার দুষ্কৃতী ট্যাক্সির পথ আটকায়।

Metiabruz: মেটিয়াবুরুজের রাস্তায় ট্যাক্সি থামিয়ে লুঠপাট! ছিনতাই ২ লাখ টাকা
প্রতীকী ছবিImage Credit: Pixabay
| Edited By: | Updated on: Jun 21, 2024 | 1:58 PM
Share

কলকাতা: মেটিয়াবুরুজ হাটে যাওয়ার পথে ট্যাক্সি থামিয়ে ব্যক্তির থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ। ২ লাখ ৫ হাজার টাকা লুঠ করে পালায় একদল দুষ্কৃতী। বিহারের বাসিন্দা ওই ব্যক্তি পেশায় কাপড় ব্যবসায়ী। ব্যবসায়িক সূত্রেই গতকাল মেটিয়াবুরুজ হাটে যাচ্ছিলেন। সেই সময়েই মাঝ রাস্তায় এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হন তিনি। ঘটনার পর গতকালই মেটিয়াবুরুজ থানায় অভিযোগ জানান ওই ব্যবসায়ী। সেই অভিযোগের ভিত্তি তদন্ত শুরু করে পুলিশ এবং ইতিমধ্যেই গ্রেফতার করা হয় তিনজনকে। ছিনতাই হওয়া টাকার একটি অংশও উদ্ধার করেছে পুলিশ। ১ লাখ ২ হাজার ৫০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ৫০০ টাকার নোটের ২০৫টি নোট উদ্ধার হয়েছে। তবে এখনও অধরা এক অভিযুক্ত।

জানা যাচ্ছে, গতকাল বিহার থেকে আসার পর হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি ভাড়া করেছিলেন তিনি। রামকুমার রায় নামে ওই ব্যবসায়ীর সঙ্গে আরও চার বন্ধু ছিলেন। মাঝরাস্তায় মেটিয়াবুরুজের আকরা রোডে ন্যাশনাল আই কেয়ারের কাছে চার দুষ্কৃতী ট্যাক্সির পথ আটকায়। প্রাণনাশের হুমকি দিতে থাকে, গাড়ি থেকে নেমে আসতে বলতে থাকে। সেই দেখে ভয়ে ওই ব্যবসায়ীর চার বন্ধু কোনওক্রমে পালিয়ে যান সেখান থেকে। কিন্তু ছিনতাইবাজদের খপ্পরে পড়ে যান রামকুমার। তাঁর থেকে টাকা-পয়সা সব হাতিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

সেই নিয়ে গতকালই থানায় গিয়ে অভিযোগ জানান তিনি। সেই অভিযোগের প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ফারহাদ জামান আনসারি, ফৈজম আহমেদ, মহম্মদ সাহিল ও বাদশা নামে চারজনকে শনাক্ত করে পুলিশ। সেই মতো অভিযান চালিয়ে মেটিয়াবুরুজের কারবালা লেন এলাকা থেকে ফারহাদকে গ্রেফতার করে পুলিশ। তার থেকে বাজেয়াপ্ত হয় ছিনতাইয়ের ১ লাখ ২ হাজার ৫০০ টাকা। এরপর তদন্ত চালিয়ে রবিবার ফৈজান ও সাহিলকেও গ্রেফতার করেছে পুলিশ। অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছেন পুলিশের তদন্তকারী অফিসাররা।