Kolkata Metro: সপ্তাহের প্রথম দিনই মেট্রো পরিষেবা বিপর্যস্ত, প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়, উগড়ে দিলেন ক্ষোভ
Kolkata Metro Problem: সপ্তাহের প্রথম দিনই এমনিতে ট্রেনে, বাসে, মেট্রোয় অনান্য দিনের তুলনায় বেশ কিছুটা যাত্রী সংখ্যা বেশিই থাকে। সকালে সকলেরই অফিসে যাওয়ার তাড়া। তার মধ্যে এক্কেবারে অফিস সময়েই মেট্রোয় সমস্যা। শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর করিডর অর্থাৎ ব্লু লাইনে সিগন্যালিংয়ের সমস্যা। আর তার জেরে মেট্রো বিভ্রাট।

কলকাতা: সপ্তাহের প্রথম দিনই মেট্রো পরিষেবা বিপর্যস্ত। সময়মতো চলছিল না মেট্রো। অফিসটাইমে প্রত্যেকটা স্টেশনে যাত্রীদের ভিড়। মেট্রো সূত্রে খবর, ঠিকমতো লাইন এবং সিগন্যাল ক্লিয়ার না থাকায় পর পর মেট্রো দাঁড়িয়ে পড়েছে। মেট্রোর গতিবেগও স্বাভাবিকের তুলনায় অনেকটাই ধীরে। পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তরও মেট্রো আসছে না। শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর করিডরে সপ্তাহের প্রথম দিনই বিপর্যস্ত মেট্রো পরিষেবা।
সপ্তাহের প্রথম দিনই এমনিতে ট্রেনে, বাসে, মেট্রোয় অনান্য দিনের তুলনায় বেশ কিছুটা যাত্রী সংখ্যা বেশিই থাকে। সকালে সকলেরই অফিসে যাওয়ার তাড়া। তার মধ্যে এক্কেবারে অফিস সময়েই মেট্রোয় সমস্যা। শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর করিডর অর্থাৎ ব্লু লাইনে সিগন্যালিংয়ের সমস্যা। আর তার জেরে মেট্রো বিভ্রাট।
মেট্রো সূত্রে খবর, শহিদ ক্ষুদিরাম মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ মেট্রো স্টেশনের মাঝে মূলত এই সমস্যা দেখা যাচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর বা মহানায়ক উত্তম কুমার থেকে নোয়াপাড়া হয়ে জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত এক লাইনে রেক চালাতে গিয়ে এই সমস্যা। যে কারণে প্রথম দিনই সময় মত মেট্রো চালাতে না পেরে পরিস্থিতি বিপর্যস্ত।
মেট্রো প্ল্যাটফর্মগুলোতে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকটি স্টেশনে যাত্রীদের ভিড়। তবে অনেকেই আবার বিকল্প পথে যাওয়ার চেষ্টা করছেন। এক যাত্রী ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, “শহরে এত মেট্রো রুট চালু হয়ে গিয়েছে। তবে একটা কথা বলতেই হয়, কথায় কথায় মেট্রোয় যদি এত সমস্যা হয়, তাহলে লাভ কীসের? এতে নিত্য যাত্রীরা সত্যিই হেনস্থার শিকার হয়। একবার মেট্রো স্টেশনে এসে দেরি হচ্ছে দেখে, অনেকেই তো আবার বাস ধরার চেষ্টা করছেন।
আরেক যাত্রী বলেন, “এ আর নতুন কী! মেট্রো এখন হামেশাই বিভ্রাটে। মেট্রোয় তাড়াতাড়ি অফিসটায় পৌঁছানো যায়। কিন্তু মাঝে মধ্যেই যা হচ্ছে।” প্ল্যাটফর্মগুলোতে ঘোষণা করা হচ্ছে, মেরামতির কাজ চলছে, দ্রুত সমস্যার সমাধান হবে।

