Kolkata Metro: গড়িয়া-শিয়ালদহ থেকে দমদম, নতুন মেট্রো চালু হলেই লোকাল ট্রেনের যাত্রীদের বিরাট সুবিধা, জেনে নিন
Kolkata Metro: শিয়ালদহ-এসপ্লানেড রুট চালু হলে প্রায় ১ ঘণ্টার রাস্তা পার করা যাবে ১১ মিনিটে। এটি হাওড়া ময়দান-সেক্টর ৫ রুটের একটি অংশ। ফলে এই রুটে পড়ছে, হাওড়া ও শিয়ালদহের মতো দুটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। জেনে নিন খুঁটিনাটি তথ্য।

কলকাতা: তিনটি নতুন রুটে চালু হচ্ছে মেট্রো পরিষেবা। আগামী ২২ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় সেই নতুন রুটগুলির উদ্বোধন করবেন। প্রস্তুতি চলছে পুরোদমে। ওইসব রুটের নিত্যযাত্রীরাও আশায় আছেন এই রুট নিয়ে। এবার মেট্রোর তরফ থেকে জানানো হল যে নতুন রুটগুলি চালু হলে ঠিক কতটা সুবিধা হবে লোকাল ট্রেনের যাত্রীদের। প্রতিদিন হাজার হাজার মানুষ লোকাল ট্রেনে যাতায়াত করেন নিজের কর্মস্থলে। কিন্তু স্টেশন পর্যন্ত পৌঁছতে যে যানজটের যন্ত্রণা পেরতে হয়, সেই সমস্যার কিছুটা সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।
মেট্রোর তরফ থেকে বর্ণনা করা হয়েছে, কোন কোন রুট দিয়ে সহজেই রেল স্টেশনে পৌঁছনো যাবে।
আগামী ২২ অগস্ট সব মিলিয়ে ১৪ কিলোমিটারের মেট্রো পথ উদ্বোধন করা হবে, যা কার্যত রেকর্ড। রুট তিনটি হল শিয়ালদহ-এসপ্লানেড (২.৪৫ কিলোমিটার), নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর (৬.৭৭ কিলোমিটার), হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)-বেলেঘাটা (৪.৩৯ কিলোমিটার)।
১. বেলেঘাটা ও হেমন্ত মুখোপাধ্যায় তথা রুবি জুড়ে গেলে, বেলেঘাটা থেকে যাত্রীরা সোজা কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। আর কবি সুভাষ মেট্রো স্টেশনের সঙ্গে যোগ রয়েছে নিউ গড়িয়া রেল স্টেশনের। অর্থাৎ শিয়ালদহ দক্ষিণ শাখার সঙ্গে সরাসরি জুড়ে যাবে মেট্রো স্টেশন। ফলে, যাত্রীরা মেট্রোতে চেপে পৌঁছে যেতে পারবেন স্টেশনে।
২. শিয়ালদহ-এসপ্লানেড রুট চালু হলে প্রায় ১ ঘণ্টার রাস্তা পার করা যাবে ১১ মিনিটে। এটি হাওড়া ময়দান-সেক্টর ৫ রুটের একটি অংশ। ফলে এই রুটে পড়ছে, হাওড়া ও শিয়ালদহের মতো দুটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। দুটি স্টেশনের সঙ্গেই মেট্রো স্টেশনের সংযোগ থাকছে। এই দুই স্টেশনেই সহজে যেতে পারবেন রেলযাত্রীরা। অর্থাৎ দক্ষিণেশ্বর বা গড়িয়া থেকে হাওড়া স্টেশন যেতে গেলেও এসপ্লানেড হয়ে যাওয়া যাবে।
৩. নোয়াপাড়া-এয়ারপোর্ট মেট্রো রুট চালু হলেও উপকৃত হবেন রেলযাত্রীরা। এই রুটে নোয়াপাড়া ও এয়ারপোর্ট ছাড়া রয়েছে দুটি স্টেশন- যশোর রোড ও দমদম ক্যান্টনমেন্ট। ঠিক যেভাবে শিয়ালদহ আর দমদমে রেল স্টেশনের সংযোগকারী মেট্রো স্টেশন রয়েছে, সেভাবেই আরও দমদম ক্যান্টনমেন্টেও সংযোগকারী মেট্রো স্টেশন তৈরি হবে।
মেট্রো কর্তৃপক্ষের দাবি, শুধুমাত্র নিত্যযাত্রীরাই নন, এই মেট্রো চালু হলে পুজোর দর্শণার্থীদেরও বিশেষ সুবিধা হবে। রাস্তার যানজটও অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।
