ছায়াসঙ্গী সহ গ্রেফতার রাকেশ সিং, আনা হল লালবাজারে
রাকেশকে (Rakesh Singh) সাংবাদিকদের থেকে আড়াল করতে কার্যত নাটকীয়ভাবে লালবাজারে ঢোকান গোয়েন্দারা। লালবাজারের মেন গেটের থেকে কয়েক পা ভিতরে দুটো ট্রাভেলার দাঁড় করানো হয়।
মাদক কাণ্ডে গ্রেফতার (New Alipur Drug Case) গলসি থেকে কলকাতায় নিয়ে আসা হল বিজেপি নেতা রাকেশ সিংকে (Rakesh Singh)। বুধবার ভোর পৌনে পাঁচটা নাগাদ লালবাজারে ঢোকানো হয় রাকেশকে। মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমানের গলসিতে নাকা চেকিংয়ের সময় ধরা পড়েন বিজেপি নেতা। গ্রেফতার করা হয় রাকেশ সিংয়ের দুই ছেলেকেও।
আরও পড়ুন – সকলের সামনে দিয়েই আনেন রাকেশকে, কিন্তু দেখতে পারলেন না কেউই! বিশেষ কায়দা লালবাজারের গোয়েন্দাদের
তবে রাকেশকে সাংবাদিকদের থেকে আড়াল করতে কার্যত নাটকীয়ভাবে লালবাজারে ঢোকান গোয়েন্দারা। লালবাজারের মেন গেটের থেকে কয়েক পা ভিতরে দুটো ট্রাভেলার দাঁড় করানো হয়। যাতে বাইরে থেকে ভিতরের জায়গা আড়াল হয়ে যায়। এরপর লালবাজারের আউট গেট দিয়ে রাকেশকে ভিতরে ঢোকান হয়। এরপর দুটো ট্রাভেলারের মাঝখান দিয়ে আড়াল করে নিয়ে যাওয়া হয় তাঁকে।
Published on: Feb 24, 2021 10:24 AM