AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Police: বর্ষবরণের রাতে কারা আসছে-যাচ্ছে শহরে, পরপর জঙ্গি ধরা পড়ার পর এবার কড়া নজর

Kolkata Police: শহরের প্রতিটি থানা ও ট্রাফিক পুলিশকে নাকা তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। পার্ক স্ট্রিটে এবার বাড়ানো হয়েছে সিসি ক্য়ামেরার সংখ্যা। ওয়াচ টাওয়ার থেকে নজরদারি নিশ্ছিদ্র করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Kolkata Police: বর্ষবরণের রাতে কারা আসছে-যাচ্ছে শহরে, পরপর জঙ্গি ধরা পড়ার পর এবার কড়া নজর
কলকাতা পুলিশImage Credit: PTI
| Edited By: | Updated on: Dec 24, 2024 | 12:08 PM
Share

কলকাতা: বাংলায় একের পর এক জঙ্গির গ্রেফতারির আবহেই শহরে বর্ষশেষের উৎসব। বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। তার মধ্যে আবার শহরের অদূরে ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে কাশ্মীরি জঙ্গি জাভেদকে। বাংলাকে ঘিরে কোনও ছক চলছে কি না, সেই প্রশ্নও উঠছে। বাড়ছে উদ্বেগ। সেই আবহে এবার মহানগরে বাড়তি সতর্কতা কলকাতা পুলিশের। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারিতে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হবে।

গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই নিরাপত্তার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। কলকাতার পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, বউবাজার এলাকার পানশালায় থাকছে কড়া নজর। বাংলাদেশের পরিস্থিতির আবহে মার্কুইজ স্ট্রিটেও নজরদারি চালানো হচ্ছে। বিশেষত মার্কুইজ স্ট্রিটের হোটেলগুলিতে বাড়তি নজর থাকছে লালবাজারের।

শহরের প্রতিটি থানা ও ট্রাফিক পুলিশকে নাকা তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। পার্ক স্ট্রিটে এবার বাড়ানো হয়েছে সিসি ক্য়ামেরার সংখ্যা। ওয়াচ টাওয়ার থেকে নজরদারি নিশ্ছিদ্র করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স মোতায়েন করা হচ্ছে। বর্ষবরণের রাতে কলকাতায় কারা আনাগোনা করছেন? কন্ট্রোল রুম থেকে তার তদারকি করবেন পুলিশের উচ্চপদস্থ অফিসাররা। পার্ক স্ট্রিটকে বেশ কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকছেন একজন করে ডিসি। প্রতিটি জোনে ডিসি-র নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ থাকবে।

এজেসি বোস রোড, মুচিপাড়া থেকে অস্ত্র উদ্ধারের পর আরও সতর্ক পুলিশ। কলকাতা পুলিশের উইনার্স টিম মিলেনিয়াম পার্ক, ভিক্টোরিয়া ও ময়দানে টহল দেবে বলেও জানা গিয়েছে।