AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata: বিশ্বের সেরা শহরের তালিকায় কলকাতা, কী বললেন মুখ্যমন্ত্রী?

Kolkata: ভ্রমণ ও অবসর কাটানোর জন্য বিশ্বের সেরা ২৫টি শহরের তালিকা প্রকাশ করেছে ওই আন্তর্জাতিক সংস্থা। সেখানে কলকাতা রয়েছে ১৯ তম স্থানে। ২০২৪ সালের ২৫টি শহরের এই তালিকায় ভারতের তিনটি শহর রয়েছে। কলকাতা ছাড়া তালিকায় রয়েছে রাজস্থানের দুটি শহর উদয়পুর ও জয়পুর। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উদয়পুর। জয়পুর রয়েছে ২১তম স্থানে।

Kolkata: বিশ্বের সেরা শহরের তালিকায় কলকাতা, কী বললেন মুখ্যমন্ত্রী?
কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
| Edited By: | Updated on: Oct 28, 2024 | 4:17 PM
Share

কলকাতা: একপাশে ঐতিহ্য। অন্য পাশে আধুনিকতা। হাতে হাত ধরে এগোচ্ছে কলকাতা। এই দুইয়ের মেলবন্ধনে ২০২৪ সালে বিশ্বের সেরা শহরগুলির তালিকায় জায়গা করে নিল কলকাতা। একটি আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় ভ্রমণ ও অবসর কাটানোর জন্য বিশ্বের সেরা শহরগুলির তালিকায় জায়গা করে নিল তিলোত্তমা। সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহর কলকাতা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় শহরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

ভ্রমণ ও অবসর কাটানোর জন্য বিশ্বের সেরা ২৫টি শহরের তালিকা প্রকাশ করেছে ওই আন্তর্জাতিক সংস্থা। সেখানে কলকাতা রয়েছে ১৯ তম স্থানে। ২০২৪ সালের ২৫টি শহরের এই তালিকায় ভারতের তিনটি শহর রয়েছে। কলকাতা ছাড়া তালিকায় রয়েছে রাজস্থানের দুটি শহর উদয়পুর ও জয়পুর। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উদয়পুর। জয়পুর রয়েছে ২১তম স্থানে।

শুধু ভ্রমণ ও অবসর কাটানোর শহর হিসেবে নয়, বিশ্বের দ্রুত উন্নয়নশীল শহরগুলির তালিকায় ১১ নম্বর স্থানে রয়েছে কলকাতা। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বায়ুর গুণমান সূচকে বিশ্বের অন্যতম সেরা শহর কলকাতা বলে আইআইটি দিল্লি জানিয়েছে। বায়ুর গুণমান সূচকে মে মাসে বিশ্বের বড় শহরগুলির মধ্যে দ্বিতীয় স্থানে ছিল কলকাতা।

মুখ্যমন্ত্রী লেখেন, “কীভাবে ঐতিহ্য ও আধুনিকতা একসঙ্গে চলতে পারে, তার উদাহরণ আমাদের শহর।” প্রত্যেক কলকাতাবাসীর সহযোগিতা ছাড়া এটা হত না বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, “পরিবেশকে রক্ষা করে, ঐতিহ্যকে সঙ্গে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে চলেছে শহর।”