Kolkata: বিশ্বের সেরা শহরের তালিকায় কলকাতা, কী বললেন মুখ্যমন্ত্রী?
Kolkata: ভ্রমণ ও অবসর কাটানোর জন্য বিশ্বের সেরা ২৫টি শহরের তালিকা প্রকাশ করেছে ওই আন্তর্জাতিক সংস্থা। সেখানে কলকাতা রয়েছে ১৯ তম স্থানে। ২০২৪ সালের ২৫টি শহরের এই তালিকায় ভারতের তিনটি শহর রয়েছে। কলকাতা ছাড়া তালিকায় রয়েছে রাজস্থানের দুটি শহর উদয়পুর ও জয়পুর। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উদয়পুর। জয়পুর রয়েছে ২১তম স্থানে।
ভ্রমণ ও অবসর কাটানোর জন্য বিশ্বের সেরা ২৫টি শহরের তালিকা প্রকাশ করেছে ওই আন্তর্জাতিক সংস্থা। সেখানে কলকাতা রয়েছে ১৯ তম স্থানে। ২০২৪ সালের ২৫টি শহরের এই তালিকায় ভারতের তিনটি শহর রয়েছে। কলকাতা ছাড়া তালিকায় রয়েছে রাজস্থানের দুটি শহর উদয়পুর ও জয়পুর। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উদয়পুর। জয়পুর রয়েছে ২১তম স্থানে।
শুধু ভ্রমণ ও অবসর কাটানোর শহর হিসেবে নয়, বিশ্বের দ্রুত উন্নয়নশীল শহরগুলির তালিকায় ১১ নম্বর স্থানে রয়েছে কলকাতা। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বায়ুর গুণমান সূচকে বিশ্বের অন্যতম সেরা শহর কলকাতা বলে আইআইটি দিল্লি জানিয়েছে। বায়ুর গুণমান সূচকে মে মাসে বিশ্বের বড় শহরগুলির মধ্যে দ্বিতীয় স্থানে ছিল কলকাতা।
মুখ্যমন্ত্রী লেখেন, “কীভাবে ঐতিহ্য ও আধুনিকতা একসঙ্গে চলতে পারে, তার উদাহরণ আমাদের শহর।” প্রত্যেক কলকাতাবাসীর সহযোগিতা ছাড়া এটা হত না বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, “পরিবেশকে রক্ষা করে, ঐতিহ্যকে সঙ্গে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে চলেছে শহর।”